আসলাম খান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় এসএসসি ও ভকেশনাল এবং দাখিল পরীক্ষায় ১ম দিন বৃহস্পতিবার অনুপস্থিত ছিল ২৬জন পরীক্ষার্থী।
কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহাফুজ জানান, কাউনিয়া উপজেলায় ৫টি কেন্দ্রে এসএসসি ও ভকেশনাল এবং দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসএসসি মোট পরীক্ষার্থী ২৭৯৯ জনের মধ্যে উপস্থিত ছিল ২৭৮০ জন, অনুপস্থিত ১৯জন, ভকেশনাল মোট পরীক্ষার্থী ২২৫ জনের মধ্যে উপস্থিত ছিল ২১২ জন, অনুপস্থিত ৩জন এবং দাখিল পরীক্ষার্থী ৩৩৭ জনের মধ্যে উপস্থিত ছিল ৩৩৩ জন, অনুপস্থিত ৪ জন।
এসএসসি ও ভোকেশনাল এবং দাখিল পরীক্ষায় মোট ২৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কাউনিয়ায় শান্তিপূর্ন ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।