ঢাকাশনিবার , ১৪ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

‘আ.লীগ সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না’

50
admin
অক্টোবর ১৪, ২০২৩ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগ সরকারের অধীনে দেশ আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, দেশবাসী আগামীতে আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না। নির্বাচন হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড় সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে গণঅনশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ড. ফরহাদ।

এনপিপির চেয়ারম্যান বলেন, এই সরকার বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার, হামলা-মামলা, দমন-পীড়ন করে একদফার চলমান আন্দোলন দমাতে চায়। কিন্তু এসব করে আন্দোলন দমানো যাবে না। জনগণের অংশগ্রহণে আন্দোলন ক্রমেই বেগবান হবে এবং চলমান আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন ফরিদুজ্জামান ফরহাদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উন্নত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে এই সরকারকেই তার সব দায়-দায়িত্ব বহন করতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলেছেন, অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তারা বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই অনশন কর্মসূচি। বেলা ১১টায় অনশন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় জাতীয়তাবাদী সমমনা জোটের অন্য নেতারাও বক্তব্য রাখেন এসময়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।