স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই -রংপুর মিঠাপুকুর উপজেলার গ্রাম গঞ্জে পাড়া মহল্লার চায়ের দোকানে বিভিন্ন গল্পের আড্ডায়,,শুরু হয়েছে উপজেলা নির্বাচনের যোগ্য প্রার্থী বাছাই নিয়ে নানা আলোচনা সমালোচনা।
চেয়ারম্যান পদে বেশ কয়েকজন প্রার্থীর নাম শোনা গেলেও উপজেলার রাজনৈতিক অঙ্গনে মাঠ কাঁপানো দুজন তুখোড় ছাত্র নেতার নাম বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে ভেসে উঠেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কামরুজ্জামান কামরু মিঠাপুকুর ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক ভিপি, বাংলাদেশ আওয়ামী যুব -লীগের সভাপতি, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য।
আরেক জন তুখোড় ছাত্র নেতা মওলানা মোঃ এনামুল হক তিনি ছাত্র শিবিরের রাজনীতির মধ্যো দিয়ে,, দায়িত্ব পালন করছে মিঠাপুকুর উপজেলা জামাতের সাবেক আমীর বর্তমানে জেলা জামাতের সংগ্রামী সাধারণ সম্পাদক।
দুজনেই উপজেলা চেয়ারম্যান পদে যোগ্য দলীয় প্রার্থী হিসেবে এলাকায় সর্বত্র আলোচনায় কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে।
আলোচনার শীর্ষে থাকা কামরুজ্জামান কামরু ও মওলানা মোঃ এনামুল হক দুজনেই জনপ্রিয় নেতা, দুজন নেতার আছে তারুণ্যের গনজোয়ার আছে বিশাল কর্মী বাহিনী।
স্হানীয় বিজ্ঞ নেতারা মনে করেন দুজনেই উদীয়মান, সাহসী, ত্যাগী,সৎ নিষ্ঠাবান ও নির্যাতিত নেতা ভোট যুদ্ধে অংশ গ্রহণ করলে তা হবে বাঘে সিংহের লড়াই এমনটাই মন্তব্য স্থানীয় বিজ্ঞ নেতারা ও সর্বসাধারণের।