আবদুল মান্নান তামিম,স্টাফ রির্পোটার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয় লাভ করায় ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে তজুমদ্দিনে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
রবিবার (১০ মার্চ) বিকেলে উপজেলার ডাকবাংলো মাঠে তজুমদ্দিন উপজেলা পরিষদের পক্ষ থেকে এমপি শাওনকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নাগরিক সংবর্ধনা ও স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন,আপনাদের ভালোবাসা নিয়ে চতুর্থ বারের মতো নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোলা-৩ আসনটি উপহার দিয়েছি। আমি লালমোহন ও তজুমদ্দিনকে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।
যেখানে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ইভটিজিং সহ সকল ধরণের অপরাধ চিরতরে বন্ধ করা হবে। এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মিসেস ফারজানা চৌধুরী রত্না।
তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল’র সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা ও স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, মুঈনুদ্দিন হাওলাদার, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে সন্ধ্যায় দেশের নামি দামী ব্রান্ডের শিল্পীদের দিয়ে স্বাধীনতা কনসার্ট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।