ঢাকামঙ্গলবার , ১২ মার্চ ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমান

50
admin
মার্চ ১২, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

 রবিন চৌধুরী রাসেল রংপুর জেলা প্রতিনিধি:

রংপুর নগরীর ৩১ নাম্বার ওয়ার্ড পানবাড়ি ও ৩২ নাম্বার ওয়ার্ড লক্ষণ পাড়ায় সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মোবাইল কোর্টের মাধ্যমে শাহআলম নামের এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ৫০ হাজার টাকা নগদ জরিমানা এবং একটা শ্যালোমেশিন জব্দ করেন।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১ টার দিকে দমদমা টিটিসি’র পাশে বধ্যভূমি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা জায়, বালু ব্যবসায়ী আলম প্রায় এক বছর থেকে এভাবেই ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসতিছে। তার নামে অবৈধ বালু তোলার বেশ কয়েকটা মামলা আছে।

পানবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা হাবিবুর রহমান জানান, এই ঘাঘট নদীটা আগে অনেক বড় ছিল। আমাদের পৈত্রিক ভিটা ছিলো বর্তমান নদীর মাঝত। বর্ষাকালে নদী ভাঙ্গনে আমাদের বাড়ি বিলীন হয়ে যায়। অনেক কষ্ট করে নদীর এই কর্নারে বাড়িটা করেছি। এক বছর থেকে যেভাবে ভালো বালু তুলতেছে। এভাবে নদী থেকে বালু তুলতে থাকলে বর্ষাকালে হামার ঘরবাড়ি সব পানির নিচ তলে যাইবে। হামরা অনেক জায়গায় যোগাযোগ করছি কেউ এই বালু তোলা বন্ধ করে পায় না। ম্যাজিস্ট্রেট আজকে জরিমানা করছে আমরা খুব খুশি হয়েছি। হামরা চাই এখান থেকে বালু তোলা সারা জীবনের জন্য বন্ধ হয়।

এ সময় রংপুর সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মাহমুদ হাসান মৃধা বলেন, এ অভিযান প্রতিনিয়তই পরিচালিত হচ্ছে। যারা অবৈধভাবে ভাবে বালু উত্তোলন করে। তারা দেশে ও জনগণের শত্রু। প্রাথমিকভাবে এখানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা মুছলেকা দিয়েছে আর বালুু তুলবে না। পরবর্তীতে তারা যদি এ ধরনের অপরাধমূলক কাজ করেন। ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে তাদের নামে মামলা করা হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।