রনি কাউসার, স্টাফ রিপোর্টার :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়া টোলা গ্রামে হলুদের মিলে খুদি চাল, কৃত্রিম রং তুষ ও পচা হলুদ মিশানোর দায়ে এক জনকে তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত কাল শনিবার (১৬ মার্চ ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো জুবায়ের হোসেন।
জানা গেছে, দীর্ঘদিন থেকে হলুদের গুঁড়া তৈরি করতে খদি চাল, ধানের তুষ, কৃত্রিম রং ব্যবহার করে আসছিলেন। খবর পেয়ে এসিল্যান্ড অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় শিবগঞ্জ উপজেলা বিনোদপুর ইউনিয়নের ক্যাপরাটোলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোশারফ হোসেন (২৭) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন করেন।
সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানান, হলুদের গুঁড়া তৈরি করতে খদি চাল, ধানের তুষ, কৃত্রিম রং ব্যবহার করায় তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।