তাপস চন্দ্র সরকার, কুমিল্লা
“ধর্ম যার যার-রাষ্ট্র সবার” এ শ্লোগান সামনে রেখে ১৬ মার্চ শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা নগর উদ্যানস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মূর্যালে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ।
এরপর ওখান থেকে জলন্ত মোমবাতি হাতে নিয়ে র্যালী বেরিয়ে নিউমার্কেট, পূবালী চত্বর হয়ে মহেশাঙ্গণে এসে শেষ হয়।
আরও পড়ুন:ঐতিহাসিক ৭ই মার্চ
এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হারাধন শীল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বিকাশ চন্দ্র সাহা ও কমল চন্দ খোকন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।