ঢাকাবুধবার , ২০ মার্চ ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া রোহিঙ্গা ক্যাম্পে আসছেন আজ

50
admin
মার্চ ২০, ২০২৪ ৬:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

দিদারুল আলম জিসান কক্সবাজার

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া আজ বুধবার (২০ মার্চ) কক্সবাজার আসছেন।

ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বুধবার সকাল ১১ টা ১৫ মিনিটে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে কক্সবাজার পৌঁছাবেন। দুপুর ১২ টায় তিনি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। বিকেল ৫ টা ১৫ মিনিটে তিনি কক্সবাজার সদরের খুরুস্কুল আশ্রায়ান প্রকল্প পরিদর্শনে যাবেন। একইদিন সন্ধ্যায় তিনি হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।বুধবার কক্সবাজার আসার আগে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করবেন।

সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ইয়োহান ফরশেল, জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এক্সটারনাল রিলেশনস ভিক্টোরিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন।প্রসঙ্গত, চার দিনের সফরে সোমবার (১৮ মার্চ) সকালে ঢাকায় আসেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। ঢাকায় হজরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ তাঁকে অভ্যর্থনা জানান। একইদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে রোহিঙ্গা শরনার্থী পরিস্থিতি নিয়ে কথা বলেন। এছাড়া বাংলাদেশ সফরকালে তিনি আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশ নেন।

সফরকা‌লে সুইডেনের ক্রাউন প্রিন্সেস বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, লৈঙ্গিক সমতা, পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি রেখে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি এবং চলমান চ্যালেঞ্জগুলো যাচাই করে দেখবেন।

২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।