ঢাকাসোমবার , ২৫ মার্চ ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

আবহাওয়া নিয়ে যে দুঃসংবাদ দিলো অধিদপ্তর

50
admin
মার্চ ২৫, ২০২৪ ৬:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের শেষ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে কালবৈশাখি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, আগামী এপ্রিল শুরু হওয়া পর্যন্ত তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে। তবে এপ্রিলের শুরুর দিক থেকে তাপপ্রবাহ হতে পারে। রোববার গণমাধ্যমের কাছে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. উমর ফারুক।

রোববার গণমাধ্যমের কাছে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. উমর ফারুক।

তিনি বলেন, আজ সোমবার (২৫ মার্চ) রোববারের চেয়ে কম বৃষ্টি হতে পারে। ঢাকায় বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এমন অবস্থা দুদিন থাকতে পারে। এরপর বৃষ্টি খানিকটা কমতে পারে। তবে চলতি মাসের শেষ পর্যন্ত তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।

এদিকে এ মাসে তাপপ্রবাহের সম্ভাবনা কম থাকলেও আগামী এপ্রিল মাসের শুরুর দিকে তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ।

তিনি বলেন, এপ্রিলের শুরুর দিকে তাপপ্রবাহ হতে পারে। তবে তা তীব্র না-ও হতে পারে।

 

উল্লেখ্য, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত শনিবার রাতে শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। রাজধানীতে এর গতি ঘণ্টায় ৯২ কিলোমিটার ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবার রোববার বিকেলে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।