আন্তর্জাতিক ডেস্ক
হামাসের একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় ইসরায়েলে হামলায় নেতৃত্ব দিয়েছিলেন ওই কমান্ডার। খবর টাইমস অব ইসরায়েল’র।
আইডিএফ জানিয়েছে, নিহত ওই কমান্ডারের নাম আলি কাদি। তিনি নুকবা ইউনিটের একজন কোম্পানি কমান্ডার। শিন বেত এবং সামরিক গোয়েন্দা অধিদপ্তরের প্রচেষ্টায় এক ড্রোন হামলায় তাকে হত্যা করা হয়।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ২০০৫ সালে কাদিকে গ্রেপ্তার করেছিল ইসরায়েল। একজন ইসরায়েলিকে অপহরণের পর হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ২০১১ সালে গিলাদ শালিত কারাবন্দী বিনিময়ের অংশ হিসেবে তাকে গাজা উপত্যকায় মুক্তি দেওয়া হয়েছিল।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ২ হাজার ২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আরও ৮ হাজার ৭১৪ জন ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছে।