নেত্রকোনা প্রতিনিধি
আজ দুর্গাপুর থানায় ওপেন হাউস- ডে অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ- ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফয়েজ আহমেদ পিপিএম-সেবা, পুলিশ সুপার, নেত্রকোনা মহোদয়।
পুলিশ সুপার জনাব ফয়েজ আহমেদ পিপিএম-সেবা মহোদয় মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্ব সাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভীন আক্তার,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত),দূর্গাপুর উপজেলা পরিষদ।জনাব আক্কাস আলী,সার্কেল,দূর্গাপুর কলমান্দা, জনাব মোস্তাফিজুর রহমান,সহকারী কমিশনার ভূমি,দূর্গাপুর, জনাব শফিকুল ইসলাম শফিক,সাধারণ সম্পাদক,দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগ,ডা:জেবুন্নেছা,টিএইচও,দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনাব এমদাদ খান,সাবেক উপজেলা চেয়ারম্যান,দুর্গাপুর, সোলেমান হোসেন তালুকদার,ডেপুটি কমান্ডার,দূর্গাপুর মুক্তিযোদ্বা, জনাব শ.ম.জয়নাল,সাবেক মেয়র,দূর্গাপুর পৌরসভা প্রমুখসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন নেত্রীত্ব পর্যায়ের ব্যক্তিবর্গ সহ মোট অনুমান ৩৫০ জন সভায় উপস্থিত ছিলেন।
ওপেন হাউস- ডে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ পরিদর্শক জনাব উত্তম চন্দ্র দেব , অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা। উক্ত সভায় ইভটিজিং, নারী নির্যাতন, সন্ত্রাস, মাদক,কিশোর গ্যাং,জুয়া, চুরি ইত্যাদি অপরাধ রোধ এবং পুলিশের বিভিন্ন সেবা বিষয়ে উপস্থিত অতিথিদের সাথে উন্মুক্ত আলোচনা হয়।