মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
পবিত্র মাহে রমজান মাস ও ঈদ-উল ফিতরকে সামনে রেখে ভাঙ্গা বাজারে প্রতিটি মুদি দোকানে নিত্যপণ্য দাম মূল্যতালিকা সহনীয় করার লক্ষে রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের নিত্য পন্যে দাম অস্থিতিশীল না করতে পারে এ লক্ষ্যে মার্কেট মনিটরিং এ মাঠে নেমেছে ভাঙ্গা থানা পুলিশ ও প্রশাসন।
২৯ মার্চ শুক্রবার সকাল থেকে তদারকি এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর আল রশিদ।
পুলিশের প্রতিটি দোকানে ভাঙ্গা বাজারের বিভিন্ন স্বর্ণ দোকানে, ও নিত্য পণ্য সামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজারে মনিটরিং করে।এবং নিত্য পণ্যের দামের বিষয়টি নিয়ে সাধারণ জনগণে সাথে সচেতনতামূলক আলোচনা করেন।তিনি বিভিন্ন হাট ও বাজারে নিত্য পণ্যের দাম নিয়ে মানুষ্কে সচেতন করেন।এবং বাজারে মূল্যতালিকা ঝুলিয়ে রাখা সহ নিত্য পণ্যের দাম সহনীয় করার আশ্বাস দেন পুলিশের কাছে স্থানীয় মুদি দোকানের মালিকরা।
,উপজেলার নির্বাহী অফিসার, বি এম কুদরত এ-খুদার এ নেতৃত্বে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল রাবেয়া, তিনি বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্য বস্ত্র বিতান সবজির দোকানের ও মাংস দোকানে গুলোতে অভিযান চালানো হয়।
এবং মুদি দোকান ও মাংস দোকান সবজির দোকানের মূল্য তালিকা প্রদর্শন করা হয়েছে।এবং তদারকি এ অভিযান ভাঙ্গা বাজার ও বিভিন্ন স্থানে অসাধু ব্যবসায়ীরা যদি নিত্য পণ্যের নিয়ে যারা অনিয়ম দুর্নীতি করার চেষ্টা করে,এবং এবিষয় কেউই অভিযোগ করে এ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এবং জনস্বার্থে এ কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।
এসময় এ কার্যক্রম পরিচালনা করেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর আল রশিদ,তিনি বলেন বাজারের বিভিন্ন দোকানে পর্যবেক্ষণ করা হয়েছে।
এবং দোকানে নিত্য পণ্যের মূল্যতালিকা করেছি, এটা বিভিন্ন ভাবে যাচাই করা হচ্ছে,এবং সাধারণ জনগণকে সচেতন করেছি।ও অসাধু ব্যবসায়ীরা যদি অনিয়ম দুর্নীতি করার চেষ্টা করে এ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ জনগণের জনস্বার্থে একার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন,ভাঙ্গা থানার এসআই (নিঃ)গোলাম মুনতাসির মারুফ,ও ট্রাফিক জোন পরিদর্শক মীর আনোয়ার হোসেন, এসআই (নি:)খালিদ মাহমুদ,এসআই( নিঃ) গোলাম কিবরিয়া, এসআই (নিঃ) হায়দার হোসেন, এসআই( নিঃ) মোঃ মোশারফ হোসেন,এসআই (নিঃ) তাহসিন হাসান, ও এসআই( নিঃ) কবির হোসেন,সহ এ সময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তারা প্রমূখ।