মাহাবুর রহমান কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে কাচু মহিষালার মোড় এলাকার মৃত শরিয়ার রহমানের ছেলে মোঃ হাসান এর বাড়ি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রোবার দিনগত রাত ১ টার দিকে আগুনে আধাপাকা বাড়ির পাঁচটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের হারাগাছ ইউনিটের একাটি দল এসে ২০ থেকে ২৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র প্রাথমিকভাবে জানিয়েছে।
ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই বাড়ির পাঁচটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে মোঃ হাসান ও তার ছোট ভাই মোঃ খোরশেদ আলমের ঘড় ও ঘড়ের আসবাপ পত্র পুরে ছাই হয়ে যায়।
হারাগাছ ফায়ার সার্ভিসেস ইউনিটের ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের দাবি এত প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আংগুরা বেগম তাৎক্ষনিক ভাবে তার ব্যাক্তিগত তহবিল হতে ক্ষগ্রিস্ত পরিবারের পাশে দারিয়েছেন এবং উপজেলা পরিষদ হতে সহায়তার অশ^াস প্রদান করেন।