ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

৪২ ডিগ্রির ওপরে পৌঁছাতে পারে তাপমাত্রা, জানালো আবহাওয়া অফিস

50
admin
এপ্রিল ৭, ২০২৪ ৭:২২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

তীব্র গরমের উত্তাপে পুড়ছে সারাদেশ। গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তীব্র দাবদাহে কষ্ট পাচ্ছে মানুষ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস যেন তাপমাত্রার স্কেলের স্বাভাবিক রেকর্ড হয়ে দাঁড়িয়েছে। চলতি এপ্রিলেই দেশে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের নিমিত্তে গঠিত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক ড. মো. ছাদেকুল আলম স্বাক্ষরিত এপ্রিল-২০২৪ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

তাতে আরও বলা হয়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে শিলাসহ পাঁচ থেকে সাত দিন হালকা অথবা মাঝারি ধরনের বৃষ্টিপাতের। এছাড়া রয়েছে তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

অপরদিকে, বঙ্গোপসাগরে চলতি মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানানো হয়।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।