মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুস্থ ও অসহায় মানুষদের ঈদ উপহার হিসেবে তাদের মাঝে শাড়ি ও লুঙ্গি নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ঈদের আগে এসব বস্ত্র পেয়ে প্রায় এক হাজার অসহায়ের মুখে ফুটেছে হাসি।
রোববার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেতুয়া গ্রামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব বস্ত্র বিতরণ করেন মাহবুব এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. মাহবুব রহমান।
এ সময় ইউপির ৯টির ওর্য়াডের থেকে আসা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যান্য দুস্থ-অসহায় মানুষ এসব শাড়ি-লুঙ্গি গ্রহণ করেন।
এ বিষয়ে বিধবা মরিয়ম বলেন, অনেক আগে স্বামী মারা গেছে তার। সহায়-সম্বল কিছুই নেই। অন্যের দুয়ারে হাত পেতে জীবিকা নির্বাহ করেন। এবার ঈদ উপলক্ষে নতুন শাড়ি পেয়ে তিনি খুবই খুশি।
ঈদ উপহারের শাড়ি-লুঙ্গি বিতরণের বিষয়ে মাহবুব এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. মাহবুব রহমান বলেন, ধর্মীয় উৎসব ছাড়াও বিভিন্ন সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এরই ধারবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে এসব দুস্থ মানুষদের সহযোগিতা করছি।