মোঃ রউফ কয়রা, খুলনা প্রতিনিধি
দেশের দক্ষিণ অঞ্চল খুলনার কয়রা উপজেলায় প্রচন্ড তাপদাহে জনজীবন একবারে অতিষ্ঠ হয়ে উঠছে।
কয়রা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায় প্রচন্ড গরমে পানি বাহিত রোগ ডায়রিয়া, শাসকষ্ট, নিয়োমনিয়া, ইত্যাদি রোগে আক্রান্ত হচ্ছে। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে প্রায় প্রতিদিন গড় ৩/৪ জন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।
এছাড়া পল্লী চিকিৎসক দের কাছ থেকে ও চিকিৎসা নিচ্ছে রোগীরা। কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৫/৬ কয়রা লঞ্চ বাজারের পল্লী চিকিৎসক আলাউদ্দিন আল গালীব বলেন এ-ই এলাকার বেশির ভাগ পানি লোনা তাই পানি বাহিত রোগ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু ও বিরুদ্ধ বয়সের মানুষ।
ঐ’ এলাকার বেশ কয়েক জন সাধারণ মানুষের সঙ্গে কথা হলে তারা বলেন এ-ই এলাকার পানি লবণাক্ত। এখানে বিশুদ্ধ সুপের পানি সময় মত পাওয়া যায়না।
এখান কার পুকুর, গভীর নলকূপের পানি লোনা হয়। অনেক পুকুরে পানি শুকাই গেছে মাঝে, মাঝে গভীর নলকূপেও পানি পাওয়া যায়না।স্থানীয় বাসিন্দারা দাবি জানান বিশুদ্ধ সুপের পানির জন্য।