স্পোর্টস ডেস্ক
বয়স ৩৮। তবে এখনও ফুটবলের সবুজ আঙিনায় দোর্দণ্ড প্রতাপে দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোলের ক্ষুধাও কমেনি এতটুকু। পর্তুগালের হয়ে ফেরার ম্যাচেই যেমন করেছেন জোড়া গোল। খুব শিগগিরই ফুটবল ছাড়ার কোনো ভাবনা তার নেই। বরং এক হাজার গোলের চ্যালেঞ্জ নিয়েছেন পাঁচবারের ব্যালন দ’র জয়ী তারকা।
রোনালদোকে চ্যালেঞ্জটি দিয়েছেন মূলত পর্তুগিজ ক্লাব পোর্তোর প্রেসিডেন্ট হোর্হে নুনো পিন্তো। পোর্তোয় শুক্রবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের পর সেটিই তুলে ধরেন পর্তুগাল অধিনায়ক। ‘পোর্তোর প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে একটি চ্যালেঞ্জ দিয়েছেন, আমাকে হাজার গোল করতে হবে।’
ঘরের মাঠে স্লোভাকিয়ার বিপক্ষে দলের ৩-২ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় খেলেন রোনালদো। প্রথমার্ধে পেনাল্টি থেকে একটি এবং বিরতির পর কাছ থেকে শটে আরেকটি গোল করেন তিনি।
পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ও গোলের রেকর্ড রোনালদোর। জাতীয় দলের হয়ে ২০২ ম্যাচে তার গোল এখন ১২৫টি। যার ৭৩টি করেছেন বয়স ৩০ হওয়ার পর। ক্লাব ফুটবলে গোল ৭৩২টি। মোট ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৮৫৭।
শারীরিক ও মানসিকভাবে ফিট থাকলে হাজার গোলের মাইলফলক ছোঁয়া সম্ভব বলে মনে করেন তিনি। আপাতত ধাপে ধাপে এগিয়ে যাওয়ার লক্ষ্য তার। ‘আমি মনে করি এটি (হাজার গোল) বেশ কঠিন হবে। তবে যেমনটা বলেছি, মানসিকভাবে, শারীরিকভাবে কেমন আছি, আমি কতটা অনুপ্রাণিত, এসব দেখতে হবে। যদি আমার পা, আমার শরীর ভালোমতো সাড়া দেয়, অবশ্যই আমি তা অর্জন করতে পারব। এক হাজারে পৌঁছানোর জন্য, প্রথমে আমাকে ৯০০ গোলে পৌঁছাতে হবে। আমি মনে করি সেখানে পৌঁছাব।’
‘এখন ধাপে ধাপে এগোতে হবে। লক্ষ্যগুলো অবশ্যই স্বল্প মেয়াদে নির্ধারণ করতে হবে, দীর্ঘমেয়াদে নয়। আমি আত্মবিশ্বাস নিয়ে ৯০০ গোলের দিকে তাকিয়ে আছি। এখন হাজারে পৌঁছাতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে, তবে যে কোনো কিছুই সম্ভব’ বলেন রোনালদো
শারীরিকভাবে এখন বেশ ভালো অবস্থায় আছেন বলেও জানান গত জানুয়ারিতে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাবে যাওয়া রোনালদো।