ঢাকাসোমবার , ২০ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল ভোলার ৩ উপজেলায় নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন

50
admin
মে ২০, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সবুজ স্টাফ রিপোর্টার

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ভোলা, দৌলতখান, বোরহানউদ্দিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের সকল প্রকার সরঞ্জামাদি আজ সোমবার স্ব-স্ব উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে ভোট কেন্দ্রে পাঠানো হবে। ভোলার ৩ উপজেলার মোট ৩৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। ভোলার এই ৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭ লক্ষ ৫১ হাজার ৪শ’ ৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৬শ’ ৪৭ জন ও নারী ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৮শ’ ৪১ জন।

হিজড়া ভোটার ৬ জন। শান্তিপূর্ণ পরিবেশে রক্ষার্থে ৩ উপজেলায় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা গেছে, ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতিকে মোশারেফ হোসেন, দোয়াত-কলম প্রতিকে মোহাম্মদ ইউসুফ এবং মোটর সাইলেক প্রতিকে মোহাম্মদ ইউনুছ। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উড়োজাহাজ প্রতিকে এস.এম. আলী নেওয়াজ, চশমা প্রতিকে মোঃ আজিজুল ইসলাম, টিইউবওয়েল প্রতিকে মোঃ হুমায়ুন কবির এবং বই প্রতিকে মোঃ মিজানুর রহমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাঁস প্রতিকে ছালেহা আখতার চৌধুরী, পদ্মফুল প্রতিকে জান্নাতুল ফেরদাউস, প্রজাপতি প্রতিকে ফরিদা ইয়াসমিন, বৈদ্যুতিক পাখা প্রতিকে ফারাহ আক্তার (নিশা), ফুটবল প্রতিকে রাবেয়া বসরী এবং কলস প্রতিকে রেহানা ফেরদাউস। দৌলতখান উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দোয়াত-কলম প্রতিকে আনিছুর রহমান বাবুল, হেলিকপ্টার প্রতিকে মামুনুর রশীদ চৌধুরী, আনারস প্রতিকে মোঃ আনোয়ার হোসেন, মোটর সাইকেল প্রতিকে মোঃ ইয়াছিন এবং কাপ-পিরিচ প্রতিকে মোঃ মনজুর আলম খান।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উড়োজাহাজ প্রতিকে অনিকুল ইসলাম, চশমা প্রতিকে আনোয়ারুল ইসলাম, তালা প্রতিকে আবদুল অদুদ এবং টিইউবওয়েল প্রতিকে মোঃ সেলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রজাপতি প্রতিকে আইনুন নাহার রেনু বেগম, কলস প্রতিকে কহিনুর ওবায়েদ উল্যাহ, সেলাই মেশিন প্রতিকে বিবি ফাতেমা এবং ফুটবল প্রতিকে শিউলি বেগম। বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দোয়াত-কলম প্রতিকে আবুল কালাম, আনারস প্রতিকে মোঃ জাফর উল্লাহ, মোটর সাইকেল প্রতিকে মোঃ মোস্তাফিজুর রহমান, কাপ-পিরিচ প্রতিকে মোঃ রাসেল।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিকে চশমা প্রতিকে মনসুরুল আলম, তালা প্রতিকে মোঃ আলী হিরা, টিইউবওয়েল প্রতিকে মোঃ ইসমাইল খান এবং উড়োজাহাজ প্রতিকে হাসিব চৌধুরী বাঁধন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কলস প্রতিকে আকতারুন নেছা, প্রজাপতি প্রতিকে মাহফুজা ইয়াসমিন এবং ফুটবল প্রতিকে রাজিয়া সুলতানা। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার ৩ উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে পুলিশ, কোস্ট গার্ড ও বিজিবি।

আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অয়োজনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড রবিবার (১৯ মে) হতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত রয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ড ভোলা জেলার সদর উপজেলা এবং দৌলতখান উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। এছাড়াও ভোলা সদর এবং দৌলতখান উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ও চর অঞ্চলে অবস্থিত কেন্দ্রসমূহে বাংলাদেশ কোস্ট গার্ড পর্যাপ্ত জনবল উচ্চ গতিসম্পন্ন টহল বোটের মাধ্যমে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে। আইন-শৃঙ্খলা রক্ষণ ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের এ কার্যক্রম নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে। শুধু তা-ই নয়, মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন মেঘনা নদীর চর ইউনিয়ন ও ওয়ার্ডের ভোটকেন্দ্রের নিরাপত্তা বিপুলসংখ্যক কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ৩০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোলার ৩ উপজেলার মোট ৩৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।

ভোলার এই ৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭ লক্ষ ৫১ হাজার ৪শ’ ৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৬শ’ ৪৭ জন ও নারী ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৮শ’ ৪১ জন। হিজড়া ভোটার ৬ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৩জন এবং বোরহানউদ্দিন উপজেলায় ৩ জন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।