ঢাকাবৃহস্পতিবার , ২৩ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে কোডেকের আয়োজনে ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

50
admin
মে ২৩, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুরের ৯১ নং নয়রশি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণকালে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সদানন্দ পাল,বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার রুপা ঘোষ,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ খাঁন, জমিদাতা মুজিবুর রহমান শিকদার,শিক্ষানুরাগী আবু সুফিয়ান তালুকদার।

কোডেকের  শাখা ব্যবস্থাপক মোঃ মাহবুব আলমের সার্বিক পরিচালনায় বিস্তারিত তুলে ধরেন এলাকা ব্যবস্থাপক মোঃ আব্দুল কুদ্দুস। বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে এ সময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ তুলে দেন এ সময় আরও উপস্থিত ছিলেন কোডেকের পদস্থ কর্মকর্তা,বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা স্কুল ব্যাগ পেয়ে উচ্চসিত  হয়। এব্যাপারে কোডেকের এলাকা ব্যবস্থাপক বলেন, ‘কোডেক প্রতিনিয়ত মানুষের পাশে থাকে। বিগত দিনে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ সহ শিক্ষা সামগ্রী  বিতরণ করেছে। এবার ২ শতাধিক’ স্কুলের শিক্ষার্থীদের ব্যাগ দেয়া হলো।

আগামীতেও অসহায় মানুষ ও শিক্ষা উপকরণ দিয়ে আমাদের সেবার হাত প্রসারিত থাকবে।’ উপজেলা শিক্ষা অফিসার বলেন, দেশের অগ্রযাত্রায় শিক্ষা,দারিদ্র দুরীকরন সহ সরকারের পাশাপাশি কোডেক কাজ করছে। তিনি কোডেক সহ সকলকে হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়ানোর আহবান জানান।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।