মনিরুল ইসলাম মনি খুলনা ব্যুরো প্রধান
ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় খুলনার দাকোপে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন। শনিবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের‘র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার, থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মাদ আব্দুল হক, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস , দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, কমারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়, দাকোপ পেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস প্রমুখ।
এসময়ে ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যরা এবং দূর্যোগে সহায়তাকারি এনজিও প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় ১৩০টি সাইক্লোন সেল্টার পরিস্কার পরিছন্ন করে তালা খুলে রাখাসহ প্রত্যেকটি সেল্টারে শুকনো খাবার চিড়ে, মুড়ি ও গুড় রাখার সিদ্ধান্ত হয়।