ঢাকাশনিবার , ১৪ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিপক্ষে খেলতে পারবেন সাকিব?

50
admin
অক্টোবর ১৪, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান। সেই চোটে ম্যাচ শেষ না করেই তাকে ছুটতে হয়েছিল হাসপাতালে।

স্ক্যান করানোর পর সাকিবের পেশিতে চিড় ধরা পড়ে। যেই চিড়ের কারণে শঙ্কা দেখা দিয়েছিল আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচে সাকিবের খেলা নিয়ে।

কিন্তু এখনও সাকিবের চোট কতোটা গুরুতর সেটি জানতে পারেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তারপরও সাকিবকে ভারতের বিপক্ষে পাওয়া নিয়ে আশাবাদী জাতীয় দলের মেডিক্যাল ইউনিট।

বোর্ডের মেডিক্যাল ইউনিটের একটি সূত্র আরটিভিকে জানিয়েছেন ইনজুরি কতোটা গুরুতর সেটি জানা যাবে আরও দুইদিন পরে। তবে ভারতের বিপক্ষে খেলতে পারবেন সাকিব এমনটাই আশা তাদের।

এদিকে সাকিবকে পেতে আশাবাদী জাতীও দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ওর পেশিতে চিড় ধরা পড়েছে, এখনও রিপোর্ট আসেনি। আশা করি ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবে।’

ঠিকমতো ব্যাট করতে না পারলেও ব্যথা নিয়ে বোলিং ঠিকই করেছেন সাকিব আল হাসান। ১০ ওভার বোলিং করে ১ উইকেট নিয়ে ৫৪ রান দেন তিনি।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।