ক্রীড়া প্রতিবেদক
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান। সেই চোটে ম্যাচ শেষ না করেই তাকে ছুটতে হয়েছিল হাসপাতালে।
স্ক্যান করানোর পর সাকিবের পেশিতে চিড় ধরা পড়ে। যেই চিড়ের কারণে শঙ্কা দেখা দিয়েছিল আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচে সাকিবের খেলা নিয়ে।
কিন্তু এখনও সাকিবের চোট কতোটা গুরুতর সেটি জানতে পারেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তারপরও সাকিবকে ভারতের বিপক্ষে পাওয়া নিয়ে আশাবাদী জাতীয় দলের মেডিক্যাল ইউনিট।
বোর্ডের মেডিক্যাল ইউনিটের একটি সূত্র আরটিভিকে জানিয়েছেন ইনজুরি কতোটা গুরুতর সেটি জানা যাবে আরও দুইদিন পরে। তবে ভারতের বিপক্ষে খেলতে পারবেন সাকিব এমনটাই আশা তাদের।
এদিকে সাকিবকে পেতে আশাবাদী জাতীও দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ওর পেশিতে চিড় ধরা পড়েছে, এখনও রিপোর্ট আসেনি। আশা করি ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবে।’
ঠিকমতো ব্যাট করতে না পারলেও ব্যথা নিয়ে বোলিং ঠিকই করেছেন সাকিব আল হাসান। ১০ ওভার বোলিং করে ১ উইকেট নিয়ে ৫৪ রান দেন তিনি।