মোঃ আলফাত হোসেন সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের দেশ ও প্রবাসীদের পারস্পরিক ভালবাসা একসাথে স্বপ্ন ছোঁয়ার পথে এগিয়ে মানব সেবায় মহান ব্রত নিয়ে পথ চলার প্রত্যয়ে,২৮ শে জুন শুক্রবার বিকালে সাহেবখালী সিদ্দিকগাজী মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে, কৈখালী ইউনিয়ন মানবিক সাহায্য সংস্থা এবং কৈখালী ইউনিয়ন রক্তদান সংস্থা পরিচালনা পর্ষদের সদস্য,ইতালী প্রবাসী মোঃ আবু আব্দুল্লাহ ও মালেশিয়া প্রবাসী গাজী হাসানুজ্জামান এর সংবর্ধনা ও সম্মানি ক্রেস্ট দেওয়া হয়।
এসময় একজন অসহায় দারিদ্র্য রোগগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে গাজী রুহুল কুদ্দুসের ব্যবস্থাপনায়,আলহাজ্ব গাজী আব্দুল্লাহর সভাপতিত্বে,অতিথি হিসেবে ছিলেন সাহেবখালী সিদ্দিকগাজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এ,কে,এম, আরিফ বিল্লাহ সহকারী শিক্ষক মোঃ ইয়াছিনুর রহমান,সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ শাহিন আলম, কুয়েত প্রবাসী মোস্তফিজ (মিলন) আনিসুর রহমান,শেখ জুলফিকার,আনারুল ইসলাম বাবু,সমাজ সেবক আলহাজ্ব আবু তালেব গাজী,সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের প্রতিষ্ঠাতা মোঃ আলফাত হোসেন উপদেষ্টা মোঃ আল-আমীন হোসেন ও সভাপতি মোঃ সোহেল রানা,ডাঃ ফজেরালী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশ ও প্রবাস হতে কৈখালী ও দেশের বিভিন্ন ক্ষেত্রে যারা মানবিক ও দানশীল কৃতিত্বপূর্ন অবদান রাখছেন তাদের জীবদ্দশায়ই সন্মান জানানো উচিত। মৃত্যুর পর তাদের তাদের গুন নিয়ে আলোচনা করে কোন সার্থকতা নেই। তারা বলেন, সমাজে এমন মানবিক প্রবাসী দানবীর সন্মান না পেলে সে সমাজে ভবিষ্যতে মানবিক তৈরি হয়না।