ঢাকাবুধবার , ৩ জুলাই ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

৩ বছর পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর জয় হত্যার চার্জ গঠন সিআইডির

50
admin
জুলাই ৩, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর বাঙ্গাটলি গ্রামের শিশু জুলফিকার হাসান জয় (১০) হত্যাকান্ডের চার্জ গঠন করলো সিআইডি।

তদন্ত শেষে সিআইডি’র সাব ইন্সপেক্টর সাজু মিয়া তদন্তকারী কর্মকর্তা হিসেবে চার্জ গঠন করেন। পরে চার্জ শীট বিজ্ঞ আদালতে দাখিল করলে মামলার আসামী তরিকুল ইসলাম মন্টু ও সিদ্দিকুর রহমানকে বিজ্ঞ আদালত কারাগারে প্রেরন করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২০ জুন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর বাঙ্গাটলি গ্রামের মো: হযরত আলীর ছেলে শিশু জুলফিকার হাসান জয় (১০) নিরুদ্দেশ হন। তাকে অনেক খোজাখুজির পর কোথাও না পেয়ে তার পিতা হযরত আলী বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরী জমা করেন।

এ অবস্থায় পরদিন বাড়ির পাশের একটি পুকুর থেকে জয়ের মরদেহ উদ্ধার করে পরিবার। পরে ২৯ জুন একটি মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন, ঐ গ্রামের মো: রহিত আলী, মোছা: রুনা আক্তার, মো: তরিকুল ইসলাম, মোছা: মায়মুনা আক্তার, মো: সিরাজুল ইসলাম, মো: সিদ্দিকুর রহমান। অবশেষে মামলাটি তদন্তের জন্য ঠাকুরগাঁও সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়।

৩ বছর তদন্ত শেষে সিআইডি’র সাব ইন্সপেক্টর মো: সাজু মিয়া মামলার চার্জ গঠন করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন। এতে শিশু জয়কে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। চার্জ গঠনের পর জয়ের পরিবার, এলাকাবাসীসহ বালিয়াডাঙ্গীর সর্বস্তরের মানুষজন সিআইডি কর্মকর্তা সাজু মিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।