ঢাকাবৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণ ব্যাংক, পীরগন্জ এরিয়ায় সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

50
admin
জুলাই ৪, ২০২৪ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রংপুরের মিঠাপুকুর উপজেলা ১১নং বড়বালা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক, বড়বালা মিঠাপুকুর শাখার সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, দুপুরে উপজেলার গ্রামীণ ব্যাংক, বড়বালা মিঠাপুকুর শাখায় ১০৯৫৬ টি চারাসহ পীরগন্জ এরিয়ায় অন্যান্য ০৯ টি শাখায় ১৩৫০৭২ টি গাছের চারা সদস্যের মাঝে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো:আবুল আহসান, প্রশাসনিক কর্মকর্তা, রংপুর যোন।

চারা বিতরণের উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক, বড়বালা মিঠাপুকুর শাখার শাখা ব্যবস্থাপক জনাব মো: মেশকাত হোসেন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসব বৃক্ষের চারা বিতরণের সময় সদস্যদের মাঝে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ।

সদস্যরা জানান, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা পেয়ে তারা খুশি। এতে তাদের গাছের চারা রোপণে আগ্রহ বাড়বে। বাড়িতে ভরে উঠবে ফলদ, বনজ ও ওষুধি গাছে।

এ সম্পর্কে জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের রংপুর যোনের প্রশাসনিক কর্মকর্তা জনাব মো:আবুল আহসান বলেন, গাছ আমাদের এক অতি মুল্যবান প্রাকৃতিক সম্পদ। শুধু মাত্র গাছ’ই পারে আমাদের পৃথিবীর তাপমাত্রা কমিয়ে বাসযোগ্য করতে। দেশব্যাপী বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে গ্রামীন ব্যাংক সরকারের এ’সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষনা করে সারা দেশের গ্রামীন ব্যাংকের সকল শাখার সকল সদস্যকে বিনামূল্যে গাছের চারা বিতরন করছে। এরই অংশ হিসেবে আমরা মিঠাপুকুর উপজেলার গ্রামীন ব্যাংক বড়বালা মিঠাপুকুর শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেছি।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয় পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে যাচ্ছে ।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের সাথে একাত্মতা ঘোষণা করে ২০২৪ সালে দেশব্যাপী ৩০ কোটি গাছের চারা লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।