ইমাম হাসান সোহান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
বৈরান সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে লিটল ম্যাগাজিন প্রকাশনা উৎসবে মাতে সাহিত্যপ্রেমীরা। গতকাল আষাঢ়ের মেঘবৃষ্টির মনোরম সন্ধ্যায় গোপালপুর উপজেলা অফিসার্স ক্লাবের এই আয়োজনে ভুঞাপুর, ঘাটাইল, ধনবাড়ী থেকে আগত সাহিত্যানুরাগী বন্ধুদের অংশগ্রহণ ছিল আশাব্যঞ্জক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আসাদুজ্জামান, চেয়ারম্যান , ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় , প্রধান অতিথি ছিলেন অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, অধ্যাপক জয়নাল আবেদীন, সভাপতি, গোপালপুর প্রেসক্লাব, অধ্যাপক ডা. শাহীদুর রহমান শাহীন, আব্দুস সাত্তার খান, গ্রাম পাঠাগার আন্দোলনের পথিকৃৎ ও অধ্যক্ষ হাজী ইসমাইল খাঁ কারিগরি কলেজ, অধ্যাপক সাজু রহমান, অধ্যাপক আজিজুল ইসলাম। বৈরান লিটল ম্যাগাজিনটির প্রকাশনা উৎসবের ফুলেল উদ্বোধন করেন জনাব সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার গোপালপুর, টাঙ্গাইল। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আ : খালেক।
স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পীদের সান্ধ্যকালীন সুরের মূর্ছনা ছিল অনন্য সংযোজন। এ ক্ষেত্রে Baki Billah, Sheikh Solayman, Polash Shil যারা গোপালপুরের সম্পদ । তাদের পরিবেশনায় অনুষ্ঠানটির সৌন্দর্য বেড়েছে বহুগুণে। এই টীমে আরও যারা ছিল তাদের অংশগ্রহণও ছিল দূর্দান্ত! স্বরচিত কবিতা পাঠে কবিদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল এই অনুষ্ঠানের বিশেষ অনুষঙ্গ। ধনবাড়ীর কবি হিসেবে পরিচিত এবং ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হাসান (সোহান) উনার স্বরচিত দুই টি কবিতা আবৃত্তি করে শুনান।ৎ
সুস্থ ধারার সাহিত্য ও সংস্কৃতি চর্চায় বৈরান সাহিত্য সংস্কৃতি সংসদের শুভ যাত্রায় উপস্থিত সকলেই সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এই সুন্দর আয়োজনে সকলের সহযোগিতায় নেপথ্যে অক্লান্ত পরিশ্রম করেছেন এই সংগঠনের সাধারণ সম্পাদক Bishwajit Chakraborty, সহ সভাপতি মুক্তার হোসেন।