এম,সাইদুর রহমান-ক্রাইম রিপোর্টার:
পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব -১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব -১৭)-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫জুলাই) সকাল ৯টায় বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টোডিয়াম পাবলিক মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী’র সভাপতিত্বে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড। এ সময় উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সামসুল আলম মিয়া,জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ,কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহাম্মেদ মনির মোল্লা,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক রিয়াজ শিকদার, প্রেসক্লাব বাউফল এর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির নিশাত প্রমুখ।
খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বাদল, আব্দুল মান্নান ও মোঃ মিল্লাত। উদ্বোধনী ম্যাচে কনকদিয়া ইউনিয়ন একাদশ বনাম সূর্য মনি ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। আগামী ৯ জুলাই এ খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করা হবে।