স্টাফ রিপোটার :
নোয়াখালীর চাটখিল সীমান্ত থেকে শুরু করে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ৩ নং হাসনাবাদ ইউনিয়নের নাওতোলা তহশীলের অন্তভূক্ত নরপাইয়া মাদ্রাসার সামনের পুল থেকে শুরু করে নরপাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশ ঘেসে যে খালটি ডাকাতিয়ার শাখায় মিলিত হয়েছে সে খালটি অসাধু প্রভাবশালীদের দখলে বিলীন হয়ে গেছে।
সম্পুর্ণ খালটি ভরাট করে নির্মান করা হয়েছে অবৈধ স্থাপনা, দোকানপাট, ব্যবসা কেন্দ্র।এতে করে সামান্য বৃষ্টি হলেই পানি নিষ্কাশন না হয়ে বশতবাড়ী ডুবে গিয়ে জনসাধারণের ভোগাস্তি চরমে নেমে আসে। এলাকাবাসী, কোমলমতি স্কুলের ছাত্রী- ছাত্রী, মসজিদের মুসল্লী সহ সাধারন জনগন চলাচল করে ঝুঁকি নিয়ে।বিভিন্ন দফতরে বারবার আবেদন করা সত্বেও অদৃশ্য কারনে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
এ যেন দেখার কেউ নেই। কতৃপক্ষ নিরব ভুমিকা পালন করে আসছে।আমাদের প্রতিনিধি সরেজমিনে পরিদর্শন করে এলাকাবাসীর বক্তব্য নিয়ে জানান, দীর্ঘদিন ধরে এলাকার কুচিক্রিমহল সরকারী বিরাট এই খালটি দখল করে জনসাধারণকে জিম্মি করে রেখে আসছে।
এই নিয়ে এলাকায় প্রতিনিয়ত ঘটছে বিশৃঙ্খলা।কেউ প্রতিবাদ করলে দখলকারীতে অত্যাচারের নির্মম নিপিড়নের স্বীকার হতে হয়।
তাই অতি দ্রুত সরকারী এই খালটি দখলমুক্ত করা অত্যাবশ্যক।ভুক্তভোগী এলাকাবাসী এ ব্যপারে স্থানীয় সাংসদ ও স্থানীয় সরকার মন্ত্রী জনাব তাজুল ইসালাম, ভুমি মন্ত্রনালয়, জেলা প্রশাসক, উপজেলা ভুমি অফিস ও ইউনিয়ন ভুমি অফিসের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।
Leave a Reply