বিনোদন ডেস্ক
নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বিশাল ভরদ্বাজের ছবি ‘খুফিয়া’। ছবিটির কাহিনী এগিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক অফিসারকে ঘিরে, ভূমিকায় অভিনয় করেছেন টাবু। ছবিতে বাংলাদেশের আজমেরী হক বাঁধনকে দেখা গেছে সমকামী চরিত্রে। পর্দায় তাদের সমকামীতা নিয়ে ইতোমধ্যে একাংশ আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে। এ নিয়ে বেশ চর্চা হলেও বাঁধন এসব সমালোচনা তোয়াক্কা করছেন না। বলিউডে প্রথম ছবিতে স্বল্প স্ক্রিন উপস্থিতি থাকলেও বাঁধনের অভিনয় সমাদৃত হচ্ছে বলে জানান অভিনেত্রী।
এরমধ্যে ছবিটি নিয়ে সমালোচনা করতে ছাড়লেন না আব্দুন নূর তুষার। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, সিনেমটি তার মাথা থেকে যাচ্ছে না। বাঁধন আমাদের প্রিয় বলে জোর করে বা সে দারুণ অভিনয় করেছে একথা গায়ের জোরে বলার কারণ নাই। এর চেয়ে রবীন্দ্রনাথের না খাওয়া হোটেল ভালো ছিলো। পোস্টারে বাঁধন নাই। ছবিতে এটা না থাকার মতোই।
ছবিটিতে বাংলাদেশকে ‘বেঈমান’ হিসেবে উপস্থাপন করা হয়েছে জানিয়ে তিনি লেখেন, এই ছবিতে যেটা সবচেয়ে আপত্তিকর সেটা হলো অপ্রয়োজনীয়ভাবে মনিটরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা শট ব্যবহার করা হয়েছে।
এরকম একটা চলচ্চিত্রে তার ছবি ব্যবহারের আগে অনুমতি নিতে হয় কি? আমার পরামর্শ এই অনুমতি নেয়া বাধ্যতামূলক করা উচিত আর এই ছবির গল্প দেখলে মনে হয় বাংলাদেশ একটা বেঈমানে ভরা দেশ।
পরিচালকেরও সমালোচনা করতে ছাড়েননি তিনি। লেখেন, গুয়েন্দা বা গুপ্তচর নিয়ে ছবি বানাতে হলে কিছু জিনিস বুঝতে হয়। গুটি বাজি থেকে গুলি চালনা সব কিছুর ই কারণ থাকতে হয়। এটা তো শেক্সপিয়ার এর লেখা না।
‘খুফিয়া’ পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। এতে আরও অভিনয় করেছেন টাবু, ওয়ামিকা গাব্বি প্রমুখ।