মোঃ হারুনুর রশিদ, জামালপুর সদর উপজেলা প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার অন্তর্গত দিগপাইত ইউনিয়নে অবস্থিত বংশাই নদী। দিগপাইতের বংশাই নদীতে দীর্ঘদিন ধরে একটি বাঁশের সাকু ব্যবহার করা হচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৬টি পরিবার ও ৩০ একর জমি চাষাবাদের জন্য প্রতিদিনই ঝুঁকিপূর্ণ ও কষ্টদায়ক হয়ে উঠছে। স্থানীয়রা বর্তমানে একটি সঠিক ও স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য জোরালো দাবী জানাচ্ছেন।
দিগপাইতের বংশাই নদীতে বাঁশের সাকু পারাপারের একমাত্র উপায় হওয়ায় প্রতিদিন অনেক মানুষ এই অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ সাকু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। সাকু পারাপারে সময় বিপদের সম্ভাবনা খুবই বেশি। বিশেষ করে বর্ষার সময় সাকু ভেঙে পড়ার আশঙ্কা থাকে, যা স্থানীয়দের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে।স্থানীয় বাসিন্দাদের মতে, একটি সঠিক ব্রিজ নির্মাণের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে।বাঁশের সাকু পারাপারে প্রতিদিন শিক্ষার্থী, রোগী এবং কর্মজীবী মানুষেরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। শিক্ষার্থীরা বলেন,বর্ষার সময় স্কুলে যেতে অনেক কষ্ট হয়। ব্রিজ থাকলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেত।
দিগপাইতের বংশাই নদীতে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ স্থানীয় জনগণের জন্য জরুরি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। একটি ব্রিজ নির্মাণের মাধ্যমে শিক্ষার্থী, রোগী এবং কর্মজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বংশাই নদীতে বাঁশের সাকুর পরিবর্তে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় জনগণের দাবীকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। প্রশাসনের দ্রুত পদক্ষেপই সমস্যার সমাধান এনে দিতে পারে, যা এলাকাবাসীর জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।