মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:
জামালপুরে প্রতিবন্ধিদের নিয়ে আইনগত সহায়তা নিয়ে আলোচনা সভা করা হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা দুইটার দিকে শহরের চালাপাড়াস্থ সুইট প্রতিবন্ধি সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড এর সুযোগ্য অফিসার সিনিয়র সহকারি জজ মোহাম্মদ আল মামুন। আলোচনা সভায় জামালপুর সদর উপজেলার সুযোগ্য সমাজ সেবা অফিসার মো: শাহাদৎ হোসেনের সভাপতিত্বে উম্মুক্ত আলোচনায় অন লাইনের মাধ্যমে অংশ নেন বাংলাদেশ বেসরকারি সংস্থা সিডিডি’র নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান। প্রকল্পের একাউন্টস অফিসার এস এম এজাজুল হকের সঞ্চানালয়ে আলোচনা সভায় উপস্থিত থেকে সিডিডি অফিসের প্রকল্প সমন্বয়কারী, কৃষ্ণকান্ত রায় উক্ত প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিষদ ভাবে আলোচনা করেন।
আলোচনা সভায় জামালপুর সদর উপজেলার সুযোগ্য সমাজ সেবা অফিসার মো: শাহাদৎ হোসেন বলেন আমরা আমাদের সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সুবর্ণ নাগরিকদের কার্ড, আইনী পরামর্শ ও তাদের ভাতা কার্ড এর বিষয় এ সবসময়ই সহযোগিতা করে আসতেছি এবং তাদের সহযোগিতা চলমান আছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার, উপজেলা কৃষিকর্মকর্তা এমদাদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইসরাকী ফাতেমা, সূর্য তোরন সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, গণমাধ্যম কর্মী মো: মঞ্জুরুল হক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, শামীমা খান প্রমুখ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামালপুর জেলা লিগ্যাল এইড এর সুযোগ্য সিনিয়র সহকারি জজ মোহাম্মদ আল মামুন প্রতিবন্ধিদের পাশাপাশি সর্বস্তরের বিপদগামী ব্যাক্তিদের লিগ্যালী কাজে আইনী সহায়তা দেয়ার জন্য সবসময় তার দরজা খোলা আছে এবং থাকবে বলে তিনি জানান।
এ ছাড়াও তিনি বিগত দুই বছরে অসহায় বিচার প্রার্থিদের লিগ্যাল এইডের মাধ্যমে চার কোটি টাকা আদায় করে দিয়েছেন বলেও জানান।