ঢাকামঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সম্ভাব্য চাকুরীদাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা

50
admin
জুলাই ১৬, ২০২৪ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সম্ভাব্য চাকরীদাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় জামালপুর শহরের চালাপাড়াস্থ সুইট প্রতিবন্ধী সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় সিডিডি অফিসের প্রকল্পের একাউন্টস অফিসার এস এম এজাজুল হকের সঞ্চানালয়ে প্রকল্প সমন্বয়কারী, কৃষ্ণকান্ত রায় এর সভাপতিত্বে উম্মুক্ত আলোচনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, শামীমা খান, অপরাজেয় বাংলাদেশ এর ম্যানেজার মো: আশরাফুল ইসলাম, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক, সূর্য তোরন সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত অর্ক হস্তশিল্পের পরিচালক মাসুমা আক্তার, সমাজ সেবা যুব উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক ডা: মো: আমিনুল ইসলাম, তারকা সংঘের নির্বাহী পরিচালক মো: বিলাত আলী, গনচেতনার প্রতিনিধি ফাতেমা নার্গিস প্রমুখ।

আলোচনা সভায় উন্নয়ন সংঘের সুযোগ্য পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম সভায় বলেন যে সমাজ সেবা অধিদপ্তর, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আমাদের উন্নয়ন সংঘ তাদের কর্মসংস্হানের সহযোগীতা করে দিবে বলে জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলার প্রতিবন্ধী চাকুরী প্রত্যাশীগন প্রমুখ।

উক্ত আলোচনা সভায় ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক সভায় বলেন প্রতিবন্ধিদের সর্বস্তরের বিপদগামী ব্যাক্তিদের চাকুরী দেওয়ার ক্ষেত্রে সুযোগ তৈরিতে আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।