ঢাকাশনিবার , ১৪ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে অবহেলিত রাস্তা সংস্কার করে দিলেন-হস্তিশুন্ড জনকল্যান ফাউন্ডেশন!

50
admin
অক্টোবর ১৪, ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ- তাওহীদ ইসলাম ফুয়াদ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে হস্তিশুন্ড কাজিরা দুই যুগ থেকে অবহেলিত গ্রাম। ইউনিয়নের অন্যান্য রাস্তাঘাটের উন্নয়ন হলেও এখনো উন্নয়ন হয়নি হস্তিশুন্ড সহ আসে পাসের রাস্তা ঘাটের। বোহরকাঠি, কাজিরা,চৌমুহনী, বরাকোঠা-গ্রাম থেকে হস্তিশুন্ড ঈদগাহ বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি।

এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যাতায়েত করে। এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছিলো স্থানীয় ব্যবসায়ী ও রোগি,পথচারীরা। রাস্তাটি গ্রীষ্মকাল ও বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই কোথাও এক হাটু কাদা জমে আবার কোথাও সলিং এর ইট খুজে পাওয়া যায় না। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপদজ্জনক হয়ে পড়ে। যা প্রতিনিয়ত সৃষ্টি করছে জনদুর্ভোগের।

রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে। গ্রামের মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে জনকল্যার মূলক সংগঠন হস্তিশুন্ড জনকল্যাণ ফাউন্ডেশন এর সেচ্ছাসেবী সদস্যর নিজ উদ্যোগে যতটুকু সম্ভব মেরামত করে দিয়েছি। এ সময় উপস্থিতি ছিলেন, বদরুজ্জামান বদর, মতিউর মানিক মোল্লা,আব্দুর রশিদ আকন,জয়নাল আবেদিন ডাকিয়া,সাইফুল ডাকুয়া,রেজাউল,রাকিব,সাকিল সিয়াম, নাঈম, তাফসির,রনি,অয়ন,মিজান,রাসেদ খলিফা,ইয়াসিন,স্বাধীন মাহমুদ,ইমরান শিকদার,ইমরান ফকির,মাহী সহ প্রমুখ। এ সময় হাদিউজ্জামান হিমু বলেন,আমাদের এ কাজ গুলো চলতে থাকবে।

আমরা মানব সেবাকে সামনে রেখে আমাদের কাজগুলো এগিয়ে নিতে চাই । আমাদের কাজগুলো জনসেবা ও জনকল্যানমূলক। সংগঠনের টিম আপনাদের চারো পাশের সমস্যা চিহ্নিত করে সমাধানের প্রচেষ্টা অব্যহত রাখবেন।

আমরা প্রতি মাসেই চেষ্টা করবো জনকল্যান মূলক কার্যক্রম পরিচালনা করার জন্য। স্থানীয় জন প্রতিনিধি বলেন, কেউ যদি নিজ ইচ্ছায় সাময়িক সংস্কার করে মানুষের দুর্ভোগ কমাতে এগিয়ে আসে সেক্ষেত্রে আমরা এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। উল্লেখ্য, এ রাস্তাটি দিয়ে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়,কলেজ ও তিনটি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাদরাসার শিক্ষার্থীরা আসা যাওয়া করে। রাস্তাটিই এ এলাকার ছাত্র-ছাত্রীদের যাতায়াতের একমাত্র পথ। গ্রীষ্মকাল এবং বর্ষাকালে শিক্ষার্থীদের কষ্টে সীমা থাকে না।

এ রাস্তায় চলাচলের বাধা একটাই এর বেহাল দশা। রাস্তাটি পাকা হলে এ এলাকার মানুষের কষ্ট দূর হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং এ অঞ্চলের মানুষের দিকে তাকিয়ে রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।