ঢাকাশনিবার , ১৪ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরায়েলের বিমান হামলায় প্রাণ গেল ইসরায়েলিদেরই

50
admin
অক্টোবর ১৪, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর নির্বিচার ও বেপরোয়া বিমান হামলায় ১৩ ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

শুক্রবার (১৩ অক্টোবর) এমনটা দাবি করে হামাস বলেছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েল যেসব বিমান হামলা চালিয়েছে, সেসব হামলায় প্রাণ হারিয়েছে ইসরায়েলিরাও।

তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাসের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি তারা।

হামাস জানিয়েছে, ওই ১৩ জনের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে গাজার উত্তরাঞ্চলে এবং বাকি সাতজন বিভিন্ন জায়গায় প্রাণ হারিয়েছেন। তবে এসব বন্দির নাম-পরিচয়সহ বিস্তারিত কিছুই জানায়নি স্বাধীনতাকামী এ গোষ্ঠী।

গত সপ্তাহে (৭ অক্টোবর) গাজা সীমান্ত পেরিয়ে ইসরাইলে আকস্মিক অভিযান চালায় হামাস। এ সময় অনেককে হত্যার পাশাপাশি অন্তত ১৫০ জনকে জিম্মি করে হামাস যোদ্ধারা।

আটকের পর তাদের গাজায় নিয়ে যাওয়া হয়। হামাস জানায়, যদি গাজার সাধারণ মানুষের ওপর বিমান হামলা বন্ধ করা না হয় তাহলে জিম্মিদের হত্যা করা হবে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে গাজা উপত্যকায় প্রায় ৭৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে হামাসের নিয়ন্ত্রণাধীন ভূগর্ভস্থ টানেল, সামরিক কম্পাউন্ড ও কর্মকর্তাদের বাড়ি, অস্ত্রাগার ও যোগাযোগ কক্ষ রয়েছে।

বিবিসির প্রতিবেদন মতে, শুক্রবার (১৩ অক্টোবর) ইজ্জেদ্দিন আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের যুদ্ধবিমান থেকে ছোড়া বোমার আঘাতে বিদেশিসহ ১৩ জিম্মি নিহত হয়েছে। ভিন্ন ভিন্ন পাঁচ স্থানে বিমান হামলায় তাদের মৃত্যু হয়েছে।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।