আবদুল মান্নান তামিম স্টাফ রির্পোটার
ভোলার তজুমদ্দিন উপজেলার ৬ কিলোমিটার বেড়িবাঁধের বিশাল একটি অংশ ভাঙনের সৃষ্টি হয়েছে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সোমবার (২৬ আগস্ট) কেয়ামূল্যাহ দড়িচাঁদপুর এলাকা থেকে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয়রা জানান,ঠিকাদারের লোকজন মেঘনা নদী থেকে বালু তুলছে। যে কারণে বেড়িবাঁধ ভাঙনের দেখা দিয়েছে। এছাড়া বেড়িবাঁধের ভাঙা অংশে টিউব জিও ব্যাগে যে বালি দেয়া হয়েছে তা সামনের নদী থেকে তোলা হয়েছে। যার কারণে মেঘনা নদীর জোয়ার-ভাটায় পানির চাপ ও নিন্মচাপের প্রভাবে ঢেউ এসে আঘাত করে টিউব, জিও ব্যাগ, বালি পানির সাথে চলে যেত। ফলে অধিকাংশ এলাকায় বেড়িবাঁধের দুই-তৃতীয়াংশ ভেঙে পানি ঢুকার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আমরা সবসময় আতঙ্কে থাকতাম তবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
এখন আমাদের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। জানতে চাইলে,দৈনিক তালাশ টাইমসকে ভোলা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, গতকাল বিভিন্ন গণমাধ্যমে বেড়িবাঁধ ভাঙনের সংবাদ দেখতে পাই এরপর সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে মেরামতের নির্দেশ দিয়েছি ইতোমধ্যে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার অনুরোধ জানান তিনি।