আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৬নং মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন ও ১নং প্যানেল চেয়ারম্যান আব্দুস ছালাম এবং ২নং প্যানেল চেয়ারম্যান নাজমুল ইসলাম স্বপন, আত্মগোপনে রয়েছেন এতে করে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা।
মঙ্গলবার (২৭’আগষ্ট) সরেজমিনে গিয়ে দেখা যায় মাইজবাড়ী ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা বেশ কিছু সেবপ্রত্যাশীরা ইউপি চত্ত্বরে বসে আছেন।
সেবা নিতে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও তারা পাচ্ছেন না কাঙ্খিত সেবা। এসময় সেবা নিতে আসা ছালভারা গ্রামের মৃত কোরবান আলী সরকারের ছেলে মোঃ লাল মিয়া জানান, আমার জরুরি প্রয়োজনে জন্মনিবন্ধন নেওয়ার জন্য আসছি কিন্তু চেয়ারম্যান না থাকায় নিবন্ধন নিতে পাচ্ছি না এখন নিবন্ধন না পেলে আমি খুব সমস্যা পড়বো।
ছালাভরা গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে মোজাহার জানান, আমি কয়েকদিন আগে জন্ম নিবন্ধন করতে দিয়েছিলাম জন্ম নিবন্ধন প্রিন্ট হয়েছে কিন্তু চেয়ারম্যান না থাকায় প্রিন্টকৃত নিবন্ধন কাগজে সই সাক্ষর নিতে পারছি না এখন জন্ম নিবন্ধন নিয়ে আমি খুব ভোগান্তির মধ্যে আছি।
ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা ভুক্তভোগীদের দাবী- অনতিবিলম্বে পরিষদের তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন মুঠোফোনে জানান, আমার পরিষদের সার্বিক সেবা চলমান আছে প্রয়োজনীয় কাগজপত্র আমার কাছে পাঠানোর পর আমি সেগুলো সাইন করে পূনরায় পরিষদে পাঠাচ্ছি।