ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী দিলু গ্রেফতার

50
admin
আগস্ট ২৭, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি  : নিজাম উদ্দীন
কিশোরগঞ্জের ইটনায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলু বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার হয়েছে।
২৭ আগস্ট (মঙ্গলবার) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ইটনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: মাহফুজুল ইসলামের নেতৃত্বে একটি দল উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পাশে মাদক ব্যবসায়ী দিলুর বাড়িতে অভিযান চালিয়ে ৬ বোতল বিদেশী মদ, ৮০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, মাদক বিক্রির ৬৩ হাজার নগদ টাকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলু উপজেলার মৃগা ইউনিয়নের আমীরগঞ্জ বাজারহাটি গ্রামের মৃত মেহের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দিলু দীর্ঘদিন ধরেই গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছিলো।সংশ্লিষ্ট থানা হতে জানা যায় তার বিরুদ্ধে একাধিক মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে। দিলু আদালত থেকে আগাম জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা শুরু করেন। এলাকাবাসীর দাবি দিলুকে যেনো আইনের আওতায় রাখা হয়।সেনাবাহিনীর সফল অভিযান শেষে এলাকাবাসীকে জড়ো হয়ে হাততালি দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করতে দেখা যায়।
অভিযান শেষে সেনাবাহিনী মাদক ব্যবসায়ী দিলু কে উদ্ধারকৃত মালামাল সহ ইটনা থানায় হস্তান্তর করেন। ইটনা থানার পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা শাহাব উদ্দিন এইসব তথ্য নিশ্চিত করেছেন। এই অভিযানে থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছ। সেনা সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এরকম কঠোর অভিযান সামনেও চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।