সেলিম চৌধুরী রংপুর প্রতিনিধি
রংপুর নগরীর ধাপ শিমুল বাগ এলাকায় বাউন্ডারী দেয়াল ভাঙার অভিযোগে টিএমএসএস এর বিরুদ্ধে থানায় অভিযোগ ২৬ আগস্ট ২০২৪ সোমবার এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০/ ১২ জনকে আসামী করে রংপুর মেট্রো কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নাজমা বেগম(৫১)।
অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা যায় নগরীর ১৯ নং ওযার্ড ধাপ শিমুলবাগ এলাকার মনছুর মিয়া ও তার স্ত্রী নাজমা বেগমের মালিকনা সম্পত্তিতে বাউন্ডারী দেয়াল ভেঙে জবরদখল করার চেষ্টা করেন টিএমএসএস চেয়ারম্যান হোসনে আরা ও তার ভাড়াটে আওয়ামী গুন্ডা বাহিনী।
এ ঘটনায় নাজমা বেগম বাদী হয়ে রংপুর মেট্রো কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান টিএমএসএস হোসনে আরা বেগম কে এক, জিয়া (৪৫) কর্মকর্তা টিএমএসএস কে দুই, নৈশপ্রহরী টিএমএসএস সেবু কে তিন, ও আঙ্গুর কে চার এছাড়াও ১০/১২ জন অজ্ঞাতনামা আসামি করেন। অভিযোগে উল্লেখ থাকে উক্ত আসামি গন অন্যায় ভাবে আমার জমি বে-দখল করার পাঁয়তারা করে আসছে আমি মহামান্য আদালতে ১২২/১৬ নং মামলা দায়ের করি। যার জমির তফসিল জেলা রংপুর,থানা কোতোয়ালি মেট্রেো, মৌজা ভগি, খতিয়ান নং- ৮১২,দাগ নং-৬৮৭,জমির পরিমান ১৩১ শতাংশ।
বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও এক নং আসামি হোসনে আরার নির্দেশে তার ভাড়াটে আওয়ামী গুন্ডা বাহিনী গত ২৫/৮/২০২৪ ইং তারিখ রাত ৮ টার দিকে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে আমার জমিতে অনধিকার প্রবেশ করে জমির সীমানা প্রাচীর ভাংচুর সহ প্রায় ৫০,০০০/ টাকার ক্ষতি করেন।
টিএমএসএস চেয়ারম্যান হোসনে আরা বেগম এর সাথে মুঠোফোনে কথা হোলে তিনি এই প্রতিবেদক কে বলেন ঐ জমি টি টিএমএসএস একটি সামাজিক প্রতিষ্ঠানের আর প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী কেনোই বা অবৈধভাবে জমি দখল করবে বরং তাঁরাই প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখল করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার কোটে মামলা আছে সে জোর করে ঐ জমিতে কাজ করতে গেছে সেটাই তো আইন শৃঙ্খলা বিরোধী কাজ করছে। কোটে যেহেতু মামলা আছে বিচার হোউক আমরা বিচার প্রার্থী ওখানে যেনো কোনো বিশৃঙ্খলা না করে।