ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

দাকোপের চালনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

50
admin
আগস্ট ২৭, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরুল ইসলাম মনি খুলনা ব্যুরো প্রধান

দাকোপে সনাতন হিন্দু ধর্মালম্ববীদের মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০তম শুভ জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। চালনা পৌরসভার বৌমার গাছতলাস্থ উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটি এ জন্মাষ্টমী পালনের আয়োজন করেন।

মঙ্গলবার উৎসবটি পালন উপলক্ষ্যে বেলা ১১টায় বৌমার গাছতলাস্থ শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মন্দির কার্য্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপত্বিতে ও সাবেক কাউন্সিলর দেবাশীষ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর।

বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা পুলিশ পরিদর্শক (ওসি) সুকান্ত সাহা, উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহা, সদস্য সচিব আব্দুল মান্নান খান, পৌর বিএনপির আহবায়ক মোজাফ্ফার হোসেন, বিমল চন্দ্র বিশ্বাস, ডাঃ শিশির বিশ্বাস, বিকেন্দ্র নাথ গাইন, মোহন লাল সাহা, ভবেন্দ্রনাথ রায়, সুকুমার বিশ্বাস, পরিমল রায়, সুভাষ চন্দ্র হালদার।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিবপদ মন্ডল, শিবপদ বৈরাগি, মেরী রানি বিশ্বাস, বিউটি সাহা, তাপস রায়, সুকল্যান বাছাড়, বিষ্ণুপদ হালদার, জীবন মন্ডল প্রমুখ। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।