নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম সমন্বয়ক ছিলেন ইনু। বাম ঘরনার রাজনীতি করলেও বামদের মধ্যে তিনি ছিলেন সমালোচিত।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ছিলেন আত্মগোপনে। আলোচিতরা ধরা পড়লেও তিনি ছিলেন অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফলতার পর থেকেই ছাত্ররা তাকে খুঁজে আসছে। অবশেষে সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
পরে তাকে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইনুকে হাজির করতে আনলেই বাধে বিপত্তি। উত্তেজিত জনগণকে থামাতে চেষ্টা করে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ইনুকে লক্ষ্য করে ডিম এবং ছেড়া জুতা ছুড়তে থাকেন বিক্ষুব্ধরা। মুহুর্মুহু ডিম এবং ছেড়া জুতা ইনুর শরীরে আঘাত করে। একই সঙ্গে স্লোগান দেওয়া হয় ইনুর ফাঁসির দাবিতে।
পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত হাসানুল হক ইনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ রিমান্ড ঘোষণা দেন।