ঢাকাবুধবার , ২৮ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ পুনর্গঠন সহায়তায় কমিটি পাঠানোর প্রস্তব এরদোয়ানের

50
admin
আগস্ট ২৮, ২০২৪ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস কে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।‌ সেই সঙ্গে শিগগিরই বাংলাদেশ পুণর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর প্রস্তাবও দিয়েছেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন এরদোয়ান। অন্তর্বর্তী সরকারের প্রধানকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

মুহম্মদ ইউনূস সেই প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি বলেছেন, সুবিধাজনক সময়ে তিনি তুরস্ক সফরে যাবেন। সেই সঙ্গে তিনি  প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনিও প্রস্তাব গ্রহণ করেন।

টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন। বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য তার সরকার মানবিক সহায়তা প্রদান করবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত মুহম্মদ ইউনূস এবং রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দীর্ঘদিনের বন্ধু। তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান এবং মুহম্মদ ইউনূস একটি উচ্চ-প্রোফাইল জাতিসংঘের জিরো-ওয়েস্ট ফোরামেরও সদস্য।

ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশের সঙ্গে তুরস্কের বাণিজ্য বৃদ্ধির প্রস্তাব দেন মুহম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন, যেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।