শাহ আলম,সিরাজগঞ্জ প্রতিনিধি
দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সারাদেশের গণমাধ্যম কর্মীদের উপর হামলা, গাড়ি ও অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ সহ নানা হুমকির মুখে গণমাধ্যম কর্মীরা। দ্রুত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবিতে সিরাজগঞ্জ প্রেসক্লাব হল রুমে জেলার সকল গণমাধ্যম কর্মীদের,, প্রতিবাদ সমাবেশ,, অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার সুনাম ধন্য সিনিয়র সাংবাদিকগণ বক্তব্য রাখেন।
তারা কেয়ার টেকার সরকার কে , গণমাধ্যম কর্মীদের পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়ার দাবি জানান। দেশের গণমাধ্যম কর্মীদের পূর্ণ আইনি সহায়তার জোর দাবি জানান। দেশের অনেক গণমাধ্যম কর্মী তাদের দায়িত্ব পালনের সময় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এসকল সাংবাদিকদের দায়িত্ব সরকারকেই নিতে হবে । দেশ যেন কিশোর গ্যাংদের দ্বারা নৈরাজ্য সৃষ্টি না হয়,, সেদিকে খেয়াল রাখতে হবে কেয়ার টেকার সরকার কে।