ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

50
admin
আগস্ট ৩১, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আসলাম খান কাউনিয়া(রংপুর)প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মো. সোহেল রানা।

শনিবার বিকালে  উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামে কেওয়াইউএসডিও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব ভুয়া অপপ্রচার রোধ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবীতে ভুক্তভোগী সোহেল রহমান এ অভিযোগ করেন। তিনি ওই এলাকার মো. সোলায়মান মিয়ার ছেলে। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মো. সোহেল রানা বলেন গত ২২ আগষ্ট ২০২৪  তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামের ফেসবুক আইডি হ্যাক করে কতিপয় ব্যক্তি উদ্দ্যেশ্য প্রণোদিত হয়ে মনগড়া মিথ্যা ও ভুল তথ্য দিয়ে  সাম্প্রদায়িক ও ইসলাম বিরোধী পোষ্ট করেন।

যার স্কীনসট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছেন। যা আমার দ্বারা সংঘটিত হয়নি। ইতোমধ্যে এ বিষয়ে আমি কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করেছি। তিনি বলেন, আমি একজন মুসলিম পরিবারের সন্তান আমার বাবা বিগত দিনে ইমামতি কাজে যুক্ত ছিলেন এবং এখনো ইসলামী শরীয়া  মোতাবেক আমি ও আমার পরিবার নিয়মিত নামাজ- রোজা করে আসছি। এছাড়া আমি বিগত চৌদ্দবছর যাবৎ বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করছি।

কিন্তু কিছু ব্যক্তি ঈর্ষান্বিত ভাবে নিজ কার্য চরিতার্থ করতে আমার ও আমার পরিবারকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ভুয়া তথ্য প্রচার করে আমাকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এসব গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ করেন। সেই সাথে প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিচার দাবী করেন।

এ সময় সোহেল রানার বাবা মো. সোলায়মান মিয়া ও তার স্ত্রী মোছা. কামরুন্নাহার কেয়া উপস্থিত ছিলেন। ক্যাপসন- কাউনিয়ায় শনিবার বিকালে  সাংবাদিক সন্মেলনে বক্তব্য রাখছেন সোহেল রানা।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।