ঢাকাসোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট বয়েজের ৯ম বর্ষপূর্তি উদযাপন

50
admin
সেপ্টেম্বর ২, ২০২৪ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

মুকুল হোসেন সিরাজগঞ্জ

বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সামাজিক সেবামূলক সংগঠন স্মার্ট বয়েজ এর ৯ম বর্ষপূর্তি উদযাপিত হয় পহেলা সেপ্টেম্বর রোজ রবিবার বিকেলে সংগঠন টির কার্যালয় সিরাজগঞ্জ সদর উপজেলা রতনকান্দি ইউনিয়নের হরিনা গ্রামে। বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে পূর্বেই ৯টি বৃক্ষ রোপন করা হয়, যা সংগঠনটির পরিবেশের প্রতি দায়বদ্ধতার প্রতীক।

সমাজের আলোকিত মানুষদের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে এবারও একজন বিশিষ্ট ব্যক্তিকে আলোকিত সমাজ গড়ার কারিগর হিসেবে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে এবারের গুণীজন সম্মাননার জন্য সিরাজগঞ্জ সদরের হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ ছলিম উদ্দিন বিএসসি মনোনীত হন এবং তাকে সংগঠনের পক্ষ থেকে আজীবন গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

বিকেল সাড়ে তিনটায় স্মার্ট বয়েজ পরিচালিত স্মার্ট ক্লাসের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয় একটি বিশেষ মত বিনিময় সেশন। উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের জন্য উপদেশমূলক নির্দেশনা প্রদান করেন যাতে শিক্ষার্থীরা নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়।

স্মার্ট বয়েজের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ আসলাম উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ ছলিম উদ্দিন বিএসসি, হরিণা বাগবাটী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম, ভিলেজ ভিশন এর পরিচালক জনাব শরীফ খন্দকার, শিকড় এর পরিচালন জনাব মনিরুজ্জামান নুরে এলাহি, সমাজসেবক বাবু অসীম কুমার রায় এবং জনাব আবুল কাশেমসহ স্মার্ট বয়েজের সদস্য,শুভাকাঙ্ক্ষী, উপদেষ্টা মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ।

আমরা ভালো থাকবো দেশকে ভালো রাখবো এই স্লোগান নিয়ে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর তরুণ উদ্যোক্তা, সমাজসেবক এবং শিক্ষানুরাগী জনাব মোঃ আসলাম উদ্দিনের হাত ধরে সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের হরিণা মাস্টারপাড়ায় প্রতিষ্ঠিত করেন একটি অরাজনৈতিক অলাভজনক সামাজিক সেবামূলক সংগঠন স্মার্ট বয়েজ। প্রতিষ্ঠা লগ্ন থেকে জনসেবা, শিক্ষাবিস্তার, পরিবেশ উন্নয়নসহ সমাজ সংস্কারমূলক ১০টি মূল লক্ষ্য নিয়ে নিরবধি কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।