ঢাকাসোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে মুক্তিযোদ্ধাদের সাধারন সভা

50
admin
সেপ্টেম্বর ২, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিপুন জাকারিয়া :-

স্বাধীনতার অতন্দ্র প্রহরী জামালপুরে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে সোমবার বেলা আড়ায়টার দিকে শহরের মাতৃ সদন রোডস্থ মুক্তিযেদ্ধা সংসদের জেলা কার্যালয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় সাবেক সাস্থ্য উপমন্ত্রী ও বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্ব বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি মোখলেসুর রহমান হিরু, বীর মুক্তিযোদ্ধা মো.জালাল উদ্দিন, আবুল হোসেন,হাবিবুর রহমান,জাহাঙ্গীর আলম,আলাল উদ্দিন,নাজিম উদ্দিন ও বীরমুক্তিযোদ্ধা সন্তান ওয়ারেছ আহম্মেদসহ অনেকে।

সভায় বীর মুক্তিযোদ্ধারা ও সাবেক উপমন্ত্রী সিরাজুল হক বলেন,দেশে ৮০ হাজার প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছে। এর বাইরে যারা মুক্তিযোদ্ধের খাতায় নাম লিখে, বছরের পর বছর ভাতার অন্তর্ভুক্ত হয়ে, বিভিন্ন সুবিধা নিয়ে আসছেন, তাদের বাছাই করার এখনই সময়।

সাবেক উপমন্ত্রী আরো বলেন, এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য আজ প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয়েছে,তাই ভুয়া মুক্তিযেদ্ধাদের বাছাই করে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি ও দীর্ঘদিনের জামালপুরের একাংশের প্রকৃত মুক্তিযেদ্ধারা ঝিমিয়ে পড়া থেকে চাঙ্গা করতেই আজকের সাধরন সভার আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।