1. admin@dainiktalashtimes.com : admin :
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কমিটি গঠন কোম্পানীগঞ্জে দক্ষিণ বুড়দেও পঞ্চায়েত কমিটি গঠন সফল আত্মকর্মী ও উদ্যোক্তা মোঃ সাইবুর রহমান এর “সাইবুর এগ্রো ফার্ম ” পরিদর্শন ভোলায় পিস্তল নিয়ে প্যানেল চেয়ারম্যানসহ আটক ২ জামালপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু হাজারো নেতা কর্মী নিয়ে নিজ এলাকায় গণ সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক- টিপু পূর্বধলায় বানবাসী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে সেনাবাহিনী ভাঙ্গায় অচেতন অবস্থায় এক বৃদ্ধাকে কুড়িয়ে এনে সুস্থ করে পরিবারের কাছে হস্তান্তর কাজিপুরে চাঁদা দাবীর অভিযোগে বিএনপির ৭ নেতার বিরুদ্ধে মামলা জলঢাকায় দরিদ্রদের মাঝে ভ্যান সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ

মিরসরাই-চট্টগ্রামে বানভাসি মানুষের পাশে ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন

  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪৭ ,০০ বার শেয়ার হয়েছে

হঠাৎ প্রাকৃতিক বিপর্যয়ে সারাদেশের মানুষ যখন বানভাসি মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ঠিক তখনই পিছিয়ে নেই প্রবাসী সংগঠন‌ “ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন”।

সংগঠনটির স্থানীয় প্রতিনিধি পাঃ মানিক গাইন এবং পাঃ টিটু দাস তাদের নেতৃত্বে স্থানীয় বাজার থেকে প্রয়োজনীয় খাবার এবং গ্যাস ক্রয় করে যানবাহন যোগে গোবিন্দপুর ব্যাপ্টিষ্ট চার্চ, মিরসরাই- চট্টগ্রামে উপস্থিত হন। সংগঠনের পক্ষ থেকে তারা এই খাদ্য সামগ্রী বানভাসি মানুষের কাছে তুলে দেন। চার্চের এই দোতালাতেই ছোট বড় মিলিয়ে জন ১০০ লোক সেল্টার নিয়েছে বন্যার শুরু থেকেই। স্থানীয় পালক বাদল দাস, অসহায় বানভাসি মানুষদের সাহায্য পাঠানোর জন্য ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সম্মানিত সভাপতি যোসেফ ডি’ কস্তা, সাধারণ

সম্পাদক মার্ক রায়, প্রচার সম্পাদক পংকজ গমেজ সহ সংগঠনের সকলকে কৃতজ্ঞতা জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক মার্ক রায় এর সাথে আলাপ কালে, তিনি জানান করোনা কালীন সময় থেকেই সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন জেলার পিছিয়ে পড়া মানুষদের সাহায্য সহযোগিতা করছেন নিয়মিত।

তারই ধারাবাহিকতায় বানভাসি এই মানুষের জন্য, তাদের ভালোবাসার হাত বাড়ানো। তিনি আরো জানান ইউরোপের বাইরে তার কিছু বন্ধু-বান্ধব নিয়মিত, বিভিন্ন মানবিক কাজে অর্থ সাহায্য করছে। তিনি বিশেষ করে ধন্যবাদ জানান বিভাস বাড়ৈ, কেলভিন মন্ডল, লিন্ডা গনসালভেজ, শ্যামল কুন্দা, পারুল দাসসহ অন্যান্যদের। তিনি ধন্যবাদ জানান স্থানীয় আরেকটি সংগঠন” বাংলাদেশি প্রবাসী-খ্রিষ্টান এসোসিয়েশন, তুলুজ -ফ্রান্স”-এর সকল সদস্য সদস্যাদের। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সকল সহযোগী বন্ধুদের।

সভাপতি – যোসেফ ডি’কস্তা, সহ-সভাপতি পাঃ কাজল সরকার, প্রচার সম্পাদক- পঙ্কজ গমেজ, জুড মার্ক রোজারিও, জেফরি ফার্নান্ডেজ,যুগ্ন সাধারণ সম্পাদক – রূপালি গমেজ,দপ্তর সম্পাদক ভিনসেন্ট টুটুল গমেজ,সহ- দপ্তর সম্পাদক – খোকন রোজারিও, প্রণতি ক্রুশ,‌ বিশিষ্ট ব্যবসায়ী রক্সি কস্তা, ক্ষমা রায়, মিলি বিশ্বাস,জুডি ফার্নান্ডেজ, কার্যকারী পরিষদের সদস্য- সানি মল্লিক, আলেকজান্ডার পলাশ সহ অন্যান্যদের। তিনি জানান সকলে আন্তরিক সহযোগিতা পেলে, নিয়মিত ভাবে আমরা সমস্যা গ্রস্হ মানুষের পাশে দাঁড়াতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  • কপিরাইট আইন ২০১৯-২০২৪সর্বত্র সংরক্ষিত
                          কারিগরি সহায়তায়: JHBD