হঠাৎ প্রাকৃতিক বিপর্যয়ে সারাদেশের মানুষ যখন বানভাসি মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ঠিক তখনই পিছিয়ে নেই প্রবাসী সংগঠন “ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন”।
সংগঠনটির স্থানীয় প্রতিনিধি পাঃ মানিক গাইন এবং পাঃ টিটু দাস তাদের নেতৃত্বে স্থানীয় বাজার থেকে প্রয়োজনীয় খাবার এবং গ্যাস ক্রয় করে যানবাহন যোগে গোবিন্দপুর ব্যাপ্টিষ্ট চার্চ, মিরসরাই- চট্টগ্রামে উপস্থিত হন। সংগঠনের পক্ষ থেকে তারা এই খাদ্য সামগ্রী বানভাসি মানুষের কাছে তুলে দেন। চার্চের এই দোতালাতেই ছোট বড় মিলিয়ে জন ১০০ লোক সেল্টার নিয়েছে বন্যার শুরু থেকেই। স্থানীয় পালক বাদল দাস, অসহায় বানভাসি মানুষদের সাহায্য পাঠানোর জন্য ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সম্মানিত সভাপতি যোসেফ ডি’ কস্তা, সাধারণ
সম্পাদক মার্ক রায়, প্রচার সম্পাদক পংকজ গমেজ সহ সংগঠনের সকলকে কৃতজ্ঞতা জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক মার্ক রায় এর সাথে আলাপ কালে, তিনি জানান করোনা কালীন সময় থেকেই সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন জেলার পিছিয়ে পড়া মানুষদের সাহায্য সহযোগিতা করছেন নিয়মিত।
তারই ধারাবাহিকতায় বানভাসি এই মানুষের জন্য, তাদের ভালোবাসার হাত বাড়ানো। তিনি আরো জানান ইউরোপের বাইরে তার কিছু বন্ধু-বান্ধব নিয়মিত, বিভিন্ন মানবিক কাজে অর্থ সাহায্য করছে। তিনি বিশেষ করে ধন্যবাদ জানান বিভাস বাড়ৈ, কেলভিন মন্ডল, লিন্ডা গনসালভেজ, শ্যামল কুন্দা, পারুল দাসসহ অন্যান্যদের। তিনি ধন্যবাদ জানান স্থানীয় আরেকটি সংগঠন” বাংলাদেশি প্রবাসী-খ্রিষ্টান এসোসিয়েশন, তুলুজ -ফ্রান্স”-এর সকল সদস্য সদস্যাদের। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সকল সহযোগী বন্ধুদের।
সভাপতি – যোসেফ ডি’কস্তা, সহ-সভাপতি পাঃ কাজল সরকার, প্রচার সম্পাদক- পঙ্কজ গমেজ, জুড মার্ক রোজারিও, জেফরি ফার্নান্ডেজ,যুগ্ন সাধারণ সম্পাদক – রূপালি গমেজ,দপ্তর সম্পাদক ভিনসেন্ট টুটুল গমেজ,সহ- দপ্তর সম্পাদক – খোকন রোজারিও, প্রণতি ক্রুশ, বিশিষ্ট ব্যবসায়ী রক্সি কস্তা, ক্ষমা রায়, মিলি বিশ্বাস,জুডি ফার্নান্ডেজ, কার্যকারী পরিষদের সদস্য- সানি মল্লিক, আলেকজান্ডার পলাশ সহ অন্যান্যদের। তিনি জানান সকলে আন্তরিক সহযোগিতা পেলে, নিয়মিত ভাবে আমরা সমস্যা গ্রস্হ মানুষের পাশে দাঁড়াতে পারবো।