নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এর মাদক বিরোধী অভিযানে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা হতে ১১৭ (একশত সতের) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ০১টি পিকআপ জব্দসহ ০১ (এক) জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
এরই ধারাবাহিকতায় অদ্য ইং ০৩ সেপ্টেম্বর র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা এর একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ইং ০৩ সেপ্টেম্বর তারিখ ০১.২০ মিনিটে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন পৌরসভার ব্রাক মোড় বাঁশকাটা সাকিনস্থ রংপুর টু বগুড়া মহাসড়কের বগুড়াগামী লেনে মহাসড়কের উপর ০১ (এক) জন মাদক ব্যবসায়ী একটি সাদা রংয়ের পিকআপ যোগে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। অতঃপর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ০৩ সেপ্টেম্বর ০১.৫০ মিনিটে উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে ১১৭ (একশত সতের) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ০১টি সাদা রংয়ের পিকআপ জব্দসহ ০১(এক) জন কুখ্যাত মাদক কারবারী মোঃ রাজ্জাক মিয়া (৫৪), পিতা-মৃত চাঁন মিয়া, মাতা-মৃত রাবেয়া বেগম, সাং-মালগ্রাম মধ্যপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া’কে আটক করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রহিয়াছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীকে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছ।