আসলাম খান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় পুকুরে কীটনাশক প্রয়োগ করে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মৎস্য অফিসার ও কাউনিয়া থানায় লিখিত অভিযোগ আনায়ন করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় যে কুর্শা ইউনিয়নের শিবু বাগবাড়ি আব্দুর রহমানের পুত্র মোঃ সাইফুল ইসলাম,উক্ত অভিযোগ করেছেন, নরসিংহ ও শিবু বড় ডোবার দোলায়,এক একর ৪৪ শতাংশ জমি রয়েছে,তার মধ্যে ৬১২ দাগে ১ একর ৫২ শতক ও ৩২৬৯ দাগে ৭৬ শতাংশ জমির মধ্যে দীর্ঘদিন ধরে মৎস্য চাষাবাদ করে আসছে।
উক্ত সমপতি সমতল হওয়ায় এক মৌসুমে চাষ করেছেন ধান, অন্য মৌসুমে চাষাবাদ করেছেন মাছ। উপরক্ত সমপতির মধ্যে ৯২ শতক জমি নালিশি,যাহার মোকাদ্দমা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। ভুক্তভোগীর পৈত্রিক সূত্রে এক একর ৫২ শতক জমি, বর্ষা মৌসুমে মৎস্য চাষাবাদ করছে সেই মৎস্য জলাশয়ে একই গ্রামের প্রতিপক্ষ।
,১/মোঃ রুহুল আমিন মুরাদ ২/মোঃ মাহমুদুল ইসলাম মজনু ৩/মোঃ মৃদুল মিয়া ৪/নুরুল হক,এর নামে কীটনাশক প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ এনেছে। ভুক্তভোগী মোঃ ফজলুল হক জানান জমিজমার বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমাদের পুকুরে কীটনাশক প্রয়োগ করে মাছ গুলো মেরে ফেলছে।এ বিষয়ে কথা হলে কাউনিয়া মৎস্য অফিসার জানান,অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্তা
গ্রহন করা হবে। ২নং বিবাদী মোঃ মাহমুদুল ইসলাম মজনু জানান, আমরা যদি পুকুরে কীটনাশক প্রয়োগ করি,মাছ মেরে ফেলার উদ্দেশ্যে তা হলে তো পুকুরের সব গুলো মাছ মরে যাবে,কিন্তু ২০/৩০ টা কেনো মরবে। কাউনিয়া থানায়,অভিযোগ করলে কুর্শা ইউনিয়নের বিট অফিসার ইনচার্জ এস আই মাহাবুব জানান,এই জমি পীরগাছা থানার অধিনে অভিযোগ টি পীরগাছা থানায় করুন,আইননুক ব্যবস্তা গ্রহন করিবে।