ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ধামরাই ইউ.এন.ও. এর বদলির আদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

50
admin
সেপ্টেম্বর ৪, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ বজলুর রহমান স্টাফ রিপোর্টার

ঢাকার ধামরাই উপজেলার বর্তমান কর্তব্যরত উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মোঃ আব্দুল্লাহ আল মামুন এর বদলির আদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা ।

বুধবার ৪ঠা সেপ্টেম্বর ২০২৪ইং ধামরাই উপজেলা প্রাঙ্গনে ধামরাই এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ হাজার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ব্যানার নিয়ে একত্রিত হয় । এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে বক্তব্য রাখে আলমগীর হোসাইন, রূপচাঁদ,নয়ন, অঙ্গন, জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী গণ । অনুষ্ঠানের বক্তব্যের শিক্ষার্থীগণ দাবি করে, জনবান্ধব ধামরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মোঃ আব্দুল্লাহ আল মামুন একজন মেধাবী ও ছাত্রবন্ধু ব্যক্তি । যিনি ইতিমধ্যে ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছেন । একটি আধুনিক ও আদর্শ উপজেলা গঠনে ছাত্রদের সাথে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। সুতরাং ধামরাই উপজেলা কে আধুনিক অঞ্চল গড়ার লক্ষ্যে ইউএনও স্যারকে ধামরাইতে পুনরায় বহাল রাখা অত্যন্ত জরুরী ।

অতঃপর তারা হুংকার মূলক জোর দাবি ঘোষণা করে যে,

যদি এই দাবি মানা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে ।

অতঃপর ঢাকা বিভাগীয় কমিশনার মহোদয়ের নিকট বর্তমান ধামরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মোঃ আব্দুল্লাহ আল মামুন কে পুনরায় বহন রাখার জন্য একটি স্মারকলিপি প্রদান করে উপস্থিত ছাত্র জনতা ।

এ বিষয়ে বর্তমান দায়িত্বরত ধামরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মোঃ আব্দুল্লাহ আল মামুন কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার মহোদয় যদি আমাকে এখানে থাকার নির্দেশ দেন, তবেই আমি থাকতে পারবো । আমি জানি, কোন কিছুই চিরস্থায়ী নয়। তবুও সকলের ভালোবাসা দেখে আমি মুগ্ধ । দুঃখ সেখানেই যা আমি ধামরাই বাসীদের বিভিন্ন দাবি পূরণের অঙ্গীকার নিয়েছিলাম তা অসমাপ্ত রাখার জন্য ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।