স্টাফ রিপোর্টার
বরিশালের বানারীপাড়া ফেরিঘাটের রাস্তা তো নয় যেন ময়লার ভাগাড় অভিযোগ সকলের।
বানারীপাড়া একটি ঐতিহ্যবাহী ও সুনামধন্য স্থান। বানারীপাড়ার মানুষের বিনোদনের অন্যতম একটি স্থান ফেরিঘাট রাস্তা। এখানে রয়েছে বিশুদ্ধ বাতাস, সবুজ ঘাস মনোরম পরিবেশ চা, কফিসহ নানান ধরনের ফাস্টফুড আইটেম।
কিন্তু পরিবারকে নিয়ে ঘুরতে এসে স্বস্তির বাতাসের বদলে এখন পাবেন শুধুই দূর্ঘন্ধ। রাস্তাটির আশেপাশে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এক শ্রেণীর অসাধু ব্যাক্তিদের কারনে আজ রাস্তাটি এই বেহাল অবস্থা। বাজারের ময়লা আবর্জনা, মুরগীর নাড়িভুড়ি সহ বিভিন্ন ময়লা আবর্জনায় স্তুপ। এ যেন দেখেও না দেখার ভান।
অনেক সময় বানারীপাড়ার অনেক সেচ্ছাসেবীগনের উদ্যোগে নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম করা হলেও কিছুদিনের মধ্যেই আবারও একই অবস্থা সৃষ্টি হয়। তাহলে কি আস্তে আস্তে হারিয়ে যাবে পরিবারকে নিয়ে একটু স্বস্তি খোজার জায়গাগুলো। সাধারণ মানুষের দাবি দ্রুত পরিস্কার করে নির্দিষ্ট ময়লা স্থানে ফেলতে হবে। প্রত্যেক ওয়ার্ডে ৪-৫ টি ডাস্টবিন ব্যাবস্থা করা এবং নিয়মিত ডাস্টবিনের ময়লা পরিস্কার করে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। মাসে অন্তত ২ বার ড্রেন পরিস্কার করতে হবে এবং উন্নত ড্রেনেজ ব্যাবস্থা তৈরি করতে হবে। মশক নিধনের ব্যাবস্থা করতে হবে।
সাধারণ মানুষের সাথে কথা বলে জানাগেছে, মানুষ এখন স্বাধীন তাই জনগনের উন্নয়নের নামে নিজের পকেট ভারি করতে দেয়া হবে না। নাগরিক সকল সুযোগ – সুবিধা এবং জনগনের মৌলিক চাহিদা পুরন করে দেশের জন্য কাজ করার আহব্বান জানান।