মোঃ জহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার
বৈষম্য মুক্ত কারিগরি শিক্ষা গঠনের উদ্দেশ্য বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে সকল শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন এর ডাক দেয় এবং বরগুনা জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা ও শান্তিপূর্ণ মিছিল নিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করেন।
কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল জনবল নিয়োগ ‘ক্রাফট ইন্সট্রাক্টর’দের করা অবৈধ মামলায় তৈরি কৃক্রিম শিক্ষক সংকট ও ২০২১ সালে বেআইনী ভাবে নিয়োগ বিধি পরিবর্তন করে রাতের আঁধারে ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে রবিবার (৮ সেপ্টেম্বর ২০২৪ ইং) তারিখ সকাল ১০ টায় সময় ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে এবং বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুর ১:৩০ মিনিটে সময়ে শান্তিপূর্ণ মিছিল নিয়ে জেলা প্রশাসকে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীরা বলেন ক্রাফট ইন্সট্রক্টর মামারা ফিজিক্স, কেমিস্ট্রি থেকে অনার্স বা সমমানের ডিগ্রি করে এসে অধিদপ্তরে ৬জি বা খুবই অল্প সময়ে পরিক্ষা নিয়ে ১৩ তম গ্রেডে প্রবেশ করিয়ে দিয়েছে ।
এখন তারা পদোন্নতি নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের ( সিভিল,ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ) ১০তম ভুক্ত টেকনিক্যাল পদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে দাবি জানাচ্ছে। তাদের দাবি এখানেই শেষ না তারা ১৩ তম গ্রেডে ঢুকে ৪র্থ গ্রেড অধ্যক্ষ হয়ে বের হবে। কারিগরি পদে অকারিগরি লোকজন ঢুকে যাচ্ছে, কারিগরি লোকজন বঞ্চিত হচ্ছে। এভাবে চলতে থাকলে কারিগরি সেক্টর ধ্বংসের মুখে পতিত হবে।
কারিগরি আর কারিগরি থাকছে না এটিও অকারিগরি বা জেনারেল হয়ে যাবে। এখনও যদি আমাদের ঘুম না ভাঙ্গে তাহলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি। কারিগরি শিক্ষা বোর্ড সিস্টেম ধ্বংসের দ্বারপ্রান্তে এ থেকে মুক্তি পেতে হলে আপোষ নয় সংগ্রাম চালিয়ে যেতে হবে।
ছাত্র ছাত্রীদের দাবী সমূহ ছিল :
১. ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করতে হবে এবং শিক্ষকদের শূন্য আসন পূর্ণ ও ল্যাব আধুনিক করতে হবে।
২. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের (৬মাস) করতে হবে।
৩. উপসহকারী প্রকৌশলী (১০ম) গ্রেড পদে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ব্যতিত অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
৪. কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোন জনবল থাকতে পারবে না।
৫. কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে।
৬.ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।